Gautam Gambhir

‘গম্ভীরের মতো অলস ক্রিকেটার দেখিনি’, গৌতির কোচ হওয়ার জল্পনার মাঝে কেন এমন বললেন সতীর্থ

ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে সবার আগে রয়েছে তাঁর নাম। সেই গৌতম গম্ভীরকে তাঁর দেখা সবচেয়ে অলস ক্রিকেটার বললেন দীনেশ কার্তিক। কেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৪ ১৫:৩৬
Share:

গৌতম গম্ভীর। —ফাইল চিত্র।

গত মাসে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জিতিয়েছেন তিনি। ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে সবার আগে রয়েছে তাঁর নাম। সেই গৌতম গম্ভীরকে তাঁর দেখা সবচেয়ে অলস ক্রিকেটার বললেন দীনেশ কার্তিক। কেন?

Advertisement

কয়েক দিন আগে ভারতের ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্যেরা গল্পে মেতেছিলেন। সেখানেই এই কথা বলেন কার্তিক। যে সময় তাঁরা ভারতের এ দলের হয়ে খেলতেন সেই সময়ের একটি ঘটনার কথা টেনে আনেন কার্তিক। তিনি বলেন, “গম্ভীরকে আমি অপদস্থ করতে চাইছি না। কিন্তু একটা কথা না বলে পারছি না। ওর মতো অলস ক্রিকেটার আমি জীবনে দেখিনি।”

কেন এই কথা বলেছেন, তাঁর ব্যাখ্যাও দেন কার্তিক। তিনি বলেন, “আমরা তখন ভারত এ দলের হয়ে খেলতাম। আমি হোটেলের লবি দিয়ে যাচ্ছিলাম। গম্ভীর নিজের ঘরে বিছানায় শুয়ে ছিল। আমাকে দেখে ও ডাকল। আমি ঘরে গেলাম। তখন গম্ভীর বলল, টেলিভিশনের রিমোটটা ওকে এনে দিতে। ও এত অলস যে, উঠে রিমোটও নিতে পারছিল না। নিজের ইচ্ছামতো চ্যানেল পরিবর্তন করতে পারছিল না। তাই বাইরে থেকে আমাকে ডাকল। আমি কোনও দিন কাউকে এটা করতে দেখিনি। অবশ্য রিমোট নেওয়ার পরে আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলল।”

Advertisement

কার্তিকের মুখে এ কথা শুনে হেসে ফেলেন গম্ভীর। সেই আলোচনায় শ্রীসন্থ, হরভজন সিংহ, অজিত আগরকর, ইরফান পাঠান, আরপি সিংহের মতো ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ক্রিকেটারেরা ছিলেন। তাঁরাও কার্তিকের এই কথা শুনে নিজেদের হাসি আটকে রাখতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement