ভাল খেলার পরেও জাতীয় দলে সুযোগ না পেলে তাতে ক্রিকেটাররা ভেঙে পড়তে পারেন বলে মনে করেন বেঙ্গসরকর। তিনি বলেন, ‘‘রুতুরাজ ও সরফরাজ জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য। এ ভাবে ব্রাত্য করে রাখলে তার প্রভাব তাদের খেলায় পড়তে পারে। সেটা আখেরে দেশের ক্ষতি।’’
ক্ষুব্ধ বেঙ্গসরকার ফাইল চিত্র
শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য ঘোষণা করা ভারতীয় টেস্ট দলে জায়গা হয়নি তরুণ সরফরাজ আহমেদ ও রুতুরাজ গায়কোয়াড়ের। নির্বাচকদের এই সিদ্ধান্তে হতবাক ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রক্তন নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকর। তাঁর মতে, দল নির্বাচনের সময় ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের দিকে নজর দিচ্ছেন না নির্বাচকরা।
২০১৯-২০ মরসুম থেকে রঞ্জিতে ধারাবাহিক খেলছেন সরফরাজ। সেই বছর রঞ্জিতে ৬ ম্যাচে ১৫৪.৬৬ গড়ে ৯৫২ রান করেছিলেন তিনি। চলতি মরসুমের প্রথম ম্যাচেই সৌরাষ্ট্রের বিরুদ্ধে ২৭৫ রান করেছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভাবে ভাল খেলেছেন রুতুরাজও। তার পরেও তাঁদের জায়গা হয়নি টেস্ট দলে। আর কী করলে তাঁরা নির্বাচকদের নজরে পড়বেন সেই প্রশ্ন তুলেছেন বেঙ্গসরকর।
ভারতের প্রাক্তন নির্বাচক প্রধান বলেন, ‘‘আমার মনে হয় দল নির্বাচনের সময় নির্বাচকরা বিশেষ চিন্তা-ভাবনা করছেন না। ঘরোয়া ক্রিকেটের দুই ধারাবাহিক ব্যাটার সরফরাজ ও রুতুরাজকে কোন যুক্তিতে বাদ দেওয়া হল। যে দল ঘোষণা করা হয়েছে তার মধ্যে কিছু ক্রিকেটার প্রতিভাবান হলেও জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নয়। কাউকে কারণ ছাড়া সুযোগ দেওয়া উচিত নয়।’’
এ ভাবে ভাল খেলার পরেও জাতীয় দলে সুযোগ না পেলে তাতে ক্রিকেটাররা ভেঙে পড়তে পারেন বলে মনে করেন বেঙ্গসরকর। তিনি বলেন, ‘‘রুতুরাজ ও সরফরাজ জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য। এ ভাবে ব্রাত্য করে রাখলে তার প্রভাব তাদের খেলায় পড়তে পারে। সেটা আখেরে দেশের ক্ষতি।’’