Anuj Rawat

রঞ্জির প্রস্তুতি ছেড়ে আইপিএলের নেটে, বিপাকে আরও এক ‘অবাধ্য’ ক্রিকেটার

রাজ্য দলের রঞ্জির প্রস্তুতি শিবির ছেড়ে আইপিএলের দলের অনুশীলনে যোগ দিয়েছেন অনুজ রাওয়াত। এই কাজ করে বিপাকে দিল্লির ব্যাটার। বোর্ডের নির্দেশিকা মানেননি তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৪:২৭
Share:

অনুজ রাওয়াত। —ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেট বোর্ড কড়া নির্দেশ দিয়েছে ক্রিকেটারদের। গুরুত্ব দিতে হবে ঘরোয়া লাল বলের ক্রিকেটকে। জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য সব ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশিকা ভেঙেছেন দিল্লির উইকেটরক্ষক ব্যাটার অনুজ রাওয়াত। রাজ্য দলের রঞ্জির প্রস্তুতি শিবির ছেড়ে আইপিএলের দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। এই কাজ করে বিপাকে গৌতম গম্ভীর, বিরাট কোহলিদের রাজ্য দলের ক্রিকেটার। এর আগে বোর্ডের নির্দেশ না মেনে শাস্তি পেয়েছিলেন দুই ‘অবাধ্য’ ক্রিকেটার ঈশান কিশন ও শ্রেয়স আয়ার। সেই তালিকায় এ বার অনুজ।

Advertisement

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রঞ্জির প্রস্তুতি সারছে দিল্লি। সামনেই সৌরাষ্ট্রের বিরুদ্ধে তাদের খেলা। সেখানে যোগ না- দিয়ে সুরাতে চলে গিয়েছেন অনুজ। সেখানে প্রস্তুতি শিবির শুরু করেছে গুজরাত টাইটান্স। এ বার নিলামে গুজরাত কিনেছে অনুজকে। লাল বলের ক্রিকেটকে গুরুত্ব না দিয়ে আইপিএলকে গুরুত্ব দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

গুজরাত একটি বিবৃতিতে জানিয়েছে, আইপিএলের অনুশীলন শুরু করেছে তারা। সেখানে অনুজ ছাড়াও ইশান্ত শর্মা, জয়ন্ত যাদব, কুমার কুশাগ্র, মহিপাল লোমরোর ও আরশাদ খানের মতো ক্রিকেটার যোগ দিয়েছেন। ইশান্তও দিল্লির ক্রিকেটার। কিন্তু তাঁর আর ভারতীয় দলে ফেরার তেমন সম্ভাবনা নেই। সেই কারণে তিনি দিল্লি ক্রিকেট সংস্থার অনুমতি নিয়েই আইপিএলের দলে যোগ দিয়েছেন।

Advertisement

তবে অনুজ অনুমতি নিয়েছেন কি না, সেই বিষয়ে কিছু জানাতে পারেননি দিল্লি ক্রিকেট সংস্থার সচিব অশোক শর্মা। তিনি বলেন, “রঞ্জির শিবির ছেড়ে আইপিএলের দলে যোগ দেওয়ার অনুমতি অনুজ চেয়েছে কি না তা আমি জানি না। নিয়ম অনুযায়ী ওর অনুমতি নেওয়ার কথা। আমাদের এখনও দুটো রঞ্জি ম্যাচ বাকি। আমি জানি না রঞ্জির শিবির ছাড়ার অনুমতি অনুজকে কে দিল।”

যদি অনুজ কারও অনুমতি না নিয়ে আইপিএলের দলে যোগ দেন, তা হলে শাস্তি পেতে পারেন তিনি। বোর্ডের নির্দেশ অনুযায়ী, রাজ্য দল থেকে বাদ পড়তে পারেন তিনি। সে ক্ষেত্রে অনুজের জাতীয় দলে ঢোকার স্বপ্ন ধাক্কা খেতে পারে। এখন দেখার এই বিষয়ে দিল্লি ক্রিকেট সংস্থা কী সিদ্ধান্ত নেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement