Delhi Capitals

সৌরভ নন! আইপিএলে দিল্লির কোচ হিসাবে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী বাঁহাতিকে

অনেকে মনে করছেন ডিরেক্টর অফ ক্রিকেট পদে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়কে সেই দায়িত্ব দেওয়া হতে পারে। তবে অন্য মতও রয়েছে। এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অন্য এক বাঁহাতিকে কোচ করার কথা ভাবছে দিল্লি ক্যাপিটালস।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৪ ১২:৩৫
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

রিকি পন্টিংকে সরিয়ে দেওয়া পর এখনও কোচ হিসাবে কারও নাম ঘোষণা করেনি দিল্লি ক্যাপিটালস। অনেকে মনে করছেন ডিরেক্টর অফ ক্রিকেট পদে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায়কে সেই দায়িত্ব দেওয়া হতে পারে। তবে অন্য মতও রয়েছে। এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যুবরাজ সিংহকে কোচ করার কথা ভাবছে দিল্লি ক্যাপিটালস।

Advertisement

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য যুবরাজ। বিধ্বংসী ব্যাটার হিসাবে পরিচিত ছিলেন তিনি। বল হাতেও ছিলেন যথেষ্ট কার্যকরী। ২০১১ সালে ভারতের এক দিনের বিশ্বকাপের জয়ের নেপথ্যেও ছিলেন যুবরাজ। শোনা যাচ্ছে তাঁকে কোচ করার ভাবনায় দিল্লি। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কিছু দিন আগে শোনা গিয়েছিল গুজরাত টাইটান্সের কোচ হতে পারেন যুবরাজ। আশিস নেহরার জায়গায় তাঁকে দায়িত্ব দেওয়া হবে বলে মনে করছিলেন অনেকে। তবে পরে জানা যায় নেহরা নয়, গুজরাত এখন গ্যারি কার্স্টেনের বদলি খুঁজছে। কারণ তিনি পাকিস্তানের দায়িত্ব নিয়েছেন। সেই জায়গায় কোনও ভারতীয়কেই দায়িত্ব দেওয়ার ভাবনা রয়েছে গুজরাতের।

Advertisement

যুবরাজের কোচ হিসাবে পূর্ব অভিজ্ঞতা নেই। কিন্তু পঞ্জাবের শুভমন গিল, অভিষেক শর্মাদের তৈরি করার নেপথ্যে রয়েছেন তিনি। নিজেই দায়িত্ব নিয়ে অভিষেকদের বদলে দিয়েছেন যুবরাজ। দিল্লি চাইছে পরের আইপিএলে দলের ব্যাটিংয়ে নজর দিতে। সেই কাজে যুবরাজের থেকে বেশি পারদর্শী আর কে হতে পারেন?

দিল্লির কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়ককে দিল্লি কোচ করবে কি না তা এখনও জানা যায়নি। তবে যুবরাজকে দায়িত্ব দিলে তাঁর সঙ্গে সৌরভের জুটি যে যথেষ্ট ভাল হবে তা বলাই যায়। কারণ ভারতীয় দলে যুবরাজদের নিয়ে আসার নেপথ্যে ছিলেন সৌরভ। তাঁদের পারস্পরিক সম্পর্কও ভাল।

যুবরাজ এক সময় দিল্লির হয়ে খেলেছেন। ২০১৫ সালের আইপিএলে ১৬ কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছিল দিল্লি। সে বারের আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দাম পেয়েছিলেন তিনিই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement