পন্থের বদলি অধিনায়কের নাম ঘোষণা করে দিল দিল্লি। — ফাইল চিত্র
আসন্ন আইপিএল মরসুমের জন্য অধিনায়কের নাম ঘোষণা করে দিল দিল্লি ক্যাপিটালস। চোটের কারণে আইপিএলে খেলতে পারবেন না ঋষভ পন্থ। তাঁর বদলি হিসাবে ডেভিড ওয়ার্নারকে আগামী মরসুমের জন্য অধিনায়ক করা হল। সহ-অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে অক্ষর পটেলকে। বৃহস্পতিবার সকালে টুইটারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দিল্লি ক্যাপিটালস।
বেশ কিছু দিন অপেক্ষার পর আবার কলকাতায় শিবির শুরু করেছে দিল্লি। দু’দিনের শিবির শেষ হবে বৃহস্পতিবার। বুধবারই শিবিরে হাজির হয়ে দিল্লির ক্রিকেট ডিরেক্টর সৌরভ জানিয়েছিলেন, দ্রুত পন্থের বদলি অধিনায়ক বেছে নেওয়া হবে। সৌরভ এক ওয়েবসাইটে বলেছিলেন, “এখনও ঋষভ পন্থের সঙ্গে আমার কথা হয়নি। আশা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। কমবয়সি ছেলে। মাত্র ২৩ বছর বয়স। ক্রিকেটে প্রত্যাবর্তনের জন্য ওর কাছে এখনও অনেক সময় রয়েছে। আমরা এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। শিবিরটা হয়ে যাক। তার পর সিদ্ধান্ত নেব।”
দেখা গেল, শিবির শেষ হওয়ার আগেই অধিনায়কের নাম জানিয়ে দিল দিল্লি। ওয়ার্নার দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। অতীতে সফল ভাবে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্ব দিয়েছেন। এ বার তাঁর কাঁধে দিল্লির দায়িত্ব। অক্ষরের কাছে অবশ্য সহ-অধিনায়কত্ব নতুন দায়িত্ব হতে চলেছে। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ়ে তিনি দারুণ ব্যাটিং করেছেন।
ভারতীয় দলের উইকেটরক্ষক পন্থ গত বছর গাড়ি দুর্ঘটনায় আহত হন। তার পর থেকে দীর্ঘ সময় হাসপাতালে ছিলেন। পরে ছাড়া পেলেও এখনও ক্রাচ নিয়ে হাঁটতে হচ্ছে তাঁকে। এর মধ্যেই জলে নেমে হাঁটায় তাঁর পায়ে জোর ফিরতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। ঋষভ বুধবার নিজের ভিডিয়ো পোস্ট করে লেখেন, “ছোট, বড় এবং মাঝারি সব কিছুর জন্য ধন্যবাদ।” দুর্ঘটনার পর যে তিনি হাঁটতে পারছেন সেটা ভেবেই আনন্দ পেয়েছেন পন্থ। এর আগেও ছবি দিয়েছিলেন তিনি। ক্রাচ নিয়ে হাঁটার ছবি। সে বার তিনি লিখেছিলেন, “এক পা এগোলাম, আরও একটু শক্তি পেলাম, আরও একটু সুস্থ হলাম।”
৩০ ডিসেম্বর দিল্লি থেকে উত্তরাখণ্ডে নিজের বাড়িতে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই তাঁর গাড়িতে আগুন লেগে যায়। প্রাথমিক ভাবে পন্থকে হামাদপুর ঝালের কাছে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁর মাথা, পিঠ এবং পায়ে চোট লেগেছিল। অস্ত্রোপচার করা হয় পন্থের।