The Sabarmati Report

বিক্রান্ত মাসের মুখে হিন্দু অস্মিতা! সবরমতীর সত্যি-মিথ্যে কি জানা গেল ছবিতে

বিক্রান্ত মাসে অভিনীত ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিটি সবরমতী এক্সপ্রেসে আগুন এবং গোধরা কাণ্ডের উপর নির্মিত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৪ ১৬:৪৭
Share:
Advertisement

দুর্ঘটনা না ষড়যন্ত্র? সবরমতী এক্সপ্রেসের সত্য আজও ‘অধরা’। এক দল দাবি করে, কামরার ভিতরেই আগুন লেগে দুর্ঘটনা। আরেক দলের দাবি, পরিকল্পিত চক্রান্ত। আর এই চক্রান্তের নেপথ্যে সংখ্যালঘুদের উপরেই আঙুল তুলে থাকেন এক দল। ২০০২ সালের ফেব্রুয়ারি মাসের সেই ঘটনা নিয়েই ‘দ্য সবরমতী রিপোর্ট’। টাকা ঢেলেছেন একতা কপূর। ধীরজ সরনা পরিচালিত ছবিতে মুখ্য ভূমিকায় বিক্রান্ত মাসে। ছবিতে বিক্রান্ত একজন সাংবাদিক। বিপরীতে অভিনয় করেছেন রাশি খান্না।

ছবির ঐতিহাসিক গ্রহণযোগ্যতা নিয়ে খুব বেশি আলোচনা নেই বাজারে। অনেক বেশি কথা হচ্ছে ছবির বিষয়বস্তু নিয়ে। ‘দ্য সবরমতী রিপোর্ট’ ছবিতে ৫৯ জনের জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সরাসরি দায়ী করা হয়েছে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement