Mithali Raj

India vs Sri Lanka 2022: মিতালির অবসরের পর এক দিনের ক্রিকেটে নেতা হরমনপ্রীত, কেমন নেতৃত্ব দিলেন তিনি?

শ্রীলঙ্কাকে প্রথম এক দিনের ম্যাচে চার উইকেটে হারাল ভারত। ম্যাচের সেরা দীপ্তি শর্মা। এক দিনের ক্রিকেটে হরমনপ্রীতের নেতৃত্ব নিয়ে খুশি তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ১২:২৬
Share:

মিতালির পর দায়িত্ব হরমনপ্রীতের। —ফাইল চিত্র

মিতালি রাজের অবসরের পর এক দিনের ক্রিকেটে ভারতীয় মহিলা দলকে প্রথম বার নেতৃত্ব দিলেন হরমনপ্রীত কৌর। শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচে অনায়াসেই জিতল ভারত। এক সময় একের পর এক উইকেট হারিয়ে কিছুটা চাপ তৈরি হলেও সহজেই ম্যাচ জেতেন হরমনপ্রীতরা। তাঁর ঠান্ডা মাথায় দেওয়া নেতৃত্বর প্রশংসা করেন দীপ্তি শর্মাও।

Advertisement

শ্রীলঙ্কাকে প্রথমে বল করে ১৭১ রানে আটকে রাখে ভারত। দীপ্তি নেন তিন উইকেট। ৩৮ ওভারে সেই রান তুলে নেয় ভারত। ব্যাট হাতে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন দীপ্তি। প্রথম এক দিনের ম্যাচে চার উইকেটে জিতে দীপ্তি বলেন, “সব সময় শান্ত মাথায় নেতৃত্ব দেয় হরমনপ্রীত। টি-টোয়েন্টি হোক বা এক দিনের ম্যাচ, কখনও চাপ দেখা যায় না ওর মধ্যে। খুব ভাল ভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে ও। মাথা ঠান্ডা থাকলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। দল খুব খুশি ওর নেতৃত্বে।”

হরমনপ্রীতের ৪৪ রানের দাপটে তিন উইকেটে ১২৩ রান তুলে নেয় ভারত। এর পরেই পর পর তিন উইকেট হারায় ভারত। ১৩৮ রানে ছ’উইকেট হয়ে যায়। সেখান থেকে ম্যাচ জেতান দীপ্তি (২২ রানে অপরাজিত) এবং পূজা বস্ত্রকার (২১ রানে অপরাজিত)। ব্যাটে, বলে ভারতকে ম্যাচ জিতিয়ে সেরার পুরস্কার পান দীপ্তিই। তিনি বলেন, “উইকেট কেমন হবে তা আগে থেকেই বুঝতে পেরেছিলাম আমরা। জুটি গড়ার দিকে নজর দিচ্ছিলাম। প্রতি ওভারে তিন-চার রান নেওয়াই লক্ষ্য ছিল আমাদের। বড় জুটি গড়ে তাড়াতাড়ি ম্যাচ শেষ করার চেষ্টা করছিলাম আমরা।”

Advertisement

ম্যাচ শেষ করে আসাই লক্ষ্য ছিল দীপ্তির। সেটা করতে পেরে এবং দলকে জেতাতে পেরে খুশি ভারতীয় অলরাউন্ডার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement