India vs Australia

আইপিএল নিলাম দুর্বল করল অস্ট্রেলিয়াকে, ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে নেই অসিদের বোলিং কোচ ভেট্টরি

অস্ট্রেলিয়ার জাতীয় দলের বোলিং কোচ তিনি। কিন্তু পার্‌থে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের মাঝেই দল ছাড়তে হবে ড্যানিয়েল ভেট্টরিকে। আইপিএলের নিলামে যোগ দেবেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৬:৩০
Share:

ড্যানিয়েল ভেট্টরি। ছবি: পিটিআই।

জাতীয় দলের খেলার থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল আইপিএলের নিলাম। অস্ট্রেলিয়ার জাতীয় দলের বোলিং কোচ ড্যানিয়েল ভেট্টরি। পাশাপাশি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ তিনি। তাই পার্‌থে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের মাঝেই দল ছাড়তে হবে তাঁকে। আইপিএলের নিলামে যোগ দেবেন তিনি।

Advertisement

২২ নভেম্বর থেকে পার্‌থে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু। ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় হবে এ বারের আইপিএলের নিলাম। সেখানে থাকতে হবে ভেট্টরিকে। ফলে প্রথম টেস্ট শুরু হওয়ার পরেই অস্ট্রেলিয়া থেকে জেড্ডা যাবেন ভেট্টরি। নিলামের পর আবার জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

ভেট্টরির এই সিদ্ধান্ত মেনে নিয়েছে অস্ট্রেলিয়া। সে দেশের ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে, “সানরাইজার্স হায়দরাবাদের কোচ ভেট্টরির সিদ্ধান্তকে আমরা সমর্থন করেছি। টেস্ট শুরুর আগে নিজের কাজ করছে ও। দলের বোলিং আক্রমণ আরও শক্তিশালী করছে। আইপিএলের নিলামের সময় ভেট্টরি জেড্ডায় যাবে। নিলাম শেষে বর্ডার-গাওস্কর ট্রফির বাকি সময়ে ও জাতীয় দলের সঙ্গেই থাকবে।”

Advertisement

একই সঙ্গে তিনটি দলে কোচিং করান ভেট্টরি। অস্ট্রেলিয়ার বোলিং কোচ ও হায়দরাবাদের প্রধান কোচ হওয়ার পাশাপাশি দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় বার্মিংহ্যাম ফিনিক্সেরও প্রধান কোচ তিনি। ভারত-অস্ট্রেলিয়া সিরিজ় চলাকালীন আইপিএলের নিলাম হওয়ায় সমস্যায় পড়েছেন অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গারও। দু’জনেই সিরিজ়ে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন। পাশাপাশি দু’জনেই আইপিএলে দুই দলের কোচ। সেই কারণে টেস্ট সিরিজ়ের সময় তাঁদেরও জেড্ডায় থাকতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement