ফাইনালে হেরেও খুশি হরমনপ্রীত ফাইল চিত্র
কমনওয়েলথ গেমসে সোনার আশা জাগিয়েও ব্যর্থ হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে হরমনপ্রীত কৌরদের। জয়ের পরিস্থিতি থেকে হারের পরেও হতাশ নন ভারতীয় অধিনায়ক। উল্টে খুশি তিনি। মহিলাদের আইপিএলের দিকে তাকিয়ে রয়েছেন হরমনপ্রীত। এই প্রতিযোগিতা ভারতীয় মহিলাদের ক্রিকেটের আরও উন্নতি করবে বলে মনে করছেন তিনি।
রবিবার ম্যাচ শেষে হরমনপ্রীত বলেন, ‘‘আমার মনে হয় মহিলাদের আইপিএল অনেক কিছু বদলে দেবে। ঘরোয়া ক্রিকেটাররা একটা বড় মঞ্চ পাবে। আমাদের দেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। কিন্তু এত দিন তারা সে ভাবে উঠে আসতে পারছিল না। আইপিএল সেই কাজটা করে দেবে। আইপিএলের হাত ধরে আমাদের ক্রিকেটাররা বিদেশি লিগে খেলার সুযোগ পাবে।’’
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে মহিলাদের আইপিএল শুরু হওয়ার কথা জানিয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। এর আগে ২০১৮ সালে ভারতীয় মহিলা ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছিল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। তিনটি দলের মধ্যে হত এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার সাফল্যের কথা মাথায় রেখেই মহিলাদের আইপিএলের কথা ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এ বারের কমনওয়েলথ গেমস শুরু হওয়ার আগে হরমনপ্রীত বলেছিলেন, সোনা জেতার লক্ষ্য নিয়েই নামছেন তাঁরা। প্রতিযোগিতায় মাত্র দু’টি ম্যাচ হেরেছে ভারত। দু’টিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। উল্লেখ্য, দু’টি ম্যাচই এক সময় দেখে মনে হচ্ছিল ভারত জিতবে। কিন্তু ম্যাচের মধ্যে কয়েকটি ভুল ভারতের সোনা জয়ের আশায় জল ঢেলে দেয়। পর পর উইকেট হারানোর জন্য ম্যাচ হারতে হয়েছে বলে মনে করেন হরমন। তিনি বলেন, ‘‘একটা সময় জেতার পরিস্থিতিতে ছিলাম। কিন্তু শেষ ৪-৫ ওভারে পর পর উইকেট পড়ল। এটাই ক্রিকেট। যে কোনও সময় খেলা ঘুরে যায়।’’
এ বারই প্রথম কমনওয়েলথ গেমসে মহিলাদের ক্রিকেট শুরু হয়েছে। আর প্রথম বারই রুপো জয়কে কম কৃতিত্বের বলে মনে করছেন না হরমনপ্রীত। তিনি বলেন, ‘‘প্রথম বার কমনওয়েলথ গেমসে আমরা খেলছি। এত বড় মঞ্চে রুপো জেতা কম কৃতিত্বের নয়।’’
হরমনপ্রীত যাই বলুন না কেন, ফাইনালে ভারত হেরে যাওয়ায় হতাশ সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইট করে নিজের হতাশা জানিয়েছেন তিনি। সৌরভ লেখেন, ‘রুপো জেতার জন্য ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা। কিন্তু ওরা হতাশ হয়ে দেশে ফিরবে। কারণ খেলা ওদের হাতে ছিল।’