Commonwealth Games 2022

CWG 2022: কমনওয়েলথে রুপো জিতেই অস্ত্রোপচার, চিকিৎসার জন্য ৩০ লক্ষ টাকা কেন্দ্রের

কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে চোট পান সঙ্কেত। চোট নিয়েই চেষ্টা করেছিলেন তিনি। সঙ্কেতের চিকিৎসার খরচ দিচ্ছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ১২:২৫
Share:

কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে চোট পান সঙ্কেত ফাইল চিত্র

ভারোত্তোলনে অল্পের জন্য সোনা জিততে পারেননি সঙ্কেত সরগর। খেলা চলাকালীন ডান হাতের কনুইয়ে চোট পান তিনি। তার পরেও চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় মহারাষ্ট্রের এই তরুণ ভারোত্তোলককে। হাতের চোট গুরুতর হওয়ায় অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকেরা। সঙ্কেতের চিকিৎসার খরচ দিচ্ছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। ভারতীয় ভারোত্তোলকের অস্ত্রোপচারের জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

Advertisement

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ‘সঙ্কেতের চোটের পরে তাঁকে ব্রিটেনের চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। ভারত সরকার সঙ্কেতের চিকিৎসার খরচ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অস্ত্রোপচার ও চিকিৎসার জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।’

ইতিমধ্যেই ব্রিটেনের হাসপাতালে সঙ্কেতের অস্ত্রোপচার হয়েছে। তাঁর শারীরিক অবস্থার কথাও জানিয়েছে মন্ত্রক। বিবৃতিতে জানানো হয়েছে, ‘সঙ্কেতের শারীরিক অবস্থা স্থিতিশীল। ব্রিটেনের হাসপাতালে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন।’

Advertisement

কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ৫৫ কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কের দ্বিতীয় প্রয়াসে ১৩৯ কেজি ভার তোলার সময় ডান হাতের কনুইয়ে চোট পান সঙ্কেত। পরের প্রয়াসের সময় আর ভার তুলতে পারেননি তিনি। সব মিলিয়ে ২৪৮ কেজি (স্ন্যাচে ১১৩ ও ক্লিন অ্যান্ড জার্কে ১৩৫) ভার তোলেন তিনি। তাঁর থেকে মাত্র ১ কেজি ভার বেশি তুলে সোনা জেতেন মালয়েশিয়ার মহম্মদ আনিক।

ভারত সরকার সঙ্কেতের চিকিৎসার খরচ দেওয়ার কথা জানানোর পরে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মীরাবাই চানু। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক টুইটে লিখেছেন, ‘লন্ডনে সঙ্কেতের অস্ত্রোপচারের খরচ দেওয়ায় ভারত সরকার ও সাই (স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া)-কে ধন্যবাদ। প্রতিযোগিতা চলাকালীন ওর চোট লেগেছিল। ভারোত্তোলক সংস্থার আবেদনের পরে সঙ্গে সঙ্গে ভারত সরকার টাকা বরাদ্দ করেছে।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement