T20 World Cup 2021

Chris Gayle: অলবিদা ‘ইউনিভার্স বস’, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্রিস গেল

ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি২০ ক্রিকেটে ৭৮টি ম্যাচে ১৮৮৪ রান করেছেন গেল। তার মধ্যে রয়েছে দু’টি শতরান। সর্বোচ্চ ১১৭।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২১ ১৬:৪৯
Share:

এ ভাবেই মাঠ ছাড়লেন গেল ছবি: টুইটার থেকে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেল। শনিবার টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বার খেলতে নেমেছিলেন গেল। আউট হওয়ার পরে দেখা গেল, সাইডলাইনের বাইরে দাঁড়িয়ে রয়েছেন সতীর্থরা। তাঁদের সামনে দিয়ে ব্যাট উঁচিয়ে বেরিয়ে যান গেল। যাওয়ার সময় সতীর্থদের সঙ্গে খানিক খুনসুটি করতেও দেখা গেল তাঁকে।

Advertisement

বিশ্বকাপের আগেই গেল জানিয়েছিলেন, এটিই তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে। চলতি বিশ্বকাপে খুব একটি ভাল ছন্দে দেখা যায়নি গেলকে। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ বলে ১৫ রান করেন তিনি। তার মধ্যে ছিল দু’টি বিশাল ছক্কা। প্যাট কামিংসের বলে আউট হন গেল। পরে দেখা যায় গ্যালারিতে থাকা দর্শকদের দিকে নিজের গ্লাভস ছুড়ে দিচ্ছেন তিনি।

Advertisement

গ্রাফিক: শৌভিক দেবনাথ

ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি২০ ক্রিকেটে ৭৮টি ম্যাচে ১৮৮৪ রান করেছেন গেল। তার মধ্যে রয়েছে দু’টি শতরান। সর্বোচ্চ ১১৭। সব মিলিয়ে টি২০-তে ৪৫২টি ম্যাচ খেলেছেন গেল। ৩৬.৪৯ গড়ে মোট ১৪,৩০৬ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪৫.৪৩। ২২টি শতরান রয়েছে তাঁর। আইপিএল-এ সর্বোচ্চ ১৭৫ রান করেছেন ‘ইউনিভার্স বস’।

টি২০-তে ছক্কা মারার রেকর্ডও রয়েছে গেলের দখলে। সব মিলিয়ে টি২০-তে মোট ১০৪৩টি ছক্কা মেরেছেন তিনি, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে ১২২টি ছয় মেরেছেন গেল। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, এক দিনের ম্যাচ ও টি২০ মিলিয়ে ৫৫১টি ছয় মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। আইপিএল-এও সর্বোচ্চ ৩৫৭টি ছক্কা মেরেছেন গেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement