T20 World Cup 2021

T20 World Cup 2021: সর্বোচ্চ ব্যবধানে জয়, রাহুলের নজির... স্কটল্যান্ডের বিরুদ্ধে যে সব রেকর্ড করল ভারত

শুক্রবারের ম্যাচ জিতে শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রেখেছেন কোহলীরা। শুধু বড় জয় নয়, স্কটল্যান্ডের বিরুদ্ধে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন কোহলীরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২১ ১২:৪২
Share:
০১ ০৭

স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় জয় পেয়েছে ভারত। শুক্রবারের ম্যাচ জিতে শেষ চারে যাওয়ার আশা টিকিয়ে রেখেছেন কোহলীরা। শুধু বড় ব্যবধানে জয় নয়, স্কটল্যান্ডের বিরুদ্ধে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন কোহলীরা।

০২ ০৭

রান তাড়া করতে নেমে বলের নিরিখে এটি ভারতের সব থেকে বড় জয়। ৮১ বল বাকি থাকতে ম্যাচ জিতেছেন কোহলীরা। এর আগে ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫৯ বল ও জিম্বাবোয়ের বিরুদ্ধে ৪১ বল বাকি থাকতে জিতেছিল ভারত।

Advertisement
০৩ ০৭

বলের নিরিখে এটি বিশ্বের তৃতীয় বড় জয়। ২০১৪ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ৯০ বল বাকি থাকতে হারায় শ্রীলঙ্কা। চলতি বিশ্বকাপে বাংলাদেশকে ৮২ বল বাকি থাকতে হারায় অস্ট্রেলিয়া।

০৪ ০৭

ভারতীয় বোলারদের মধ্যে টি২০ ক্রিকেটে সব থেকে বেশি উইকেটের মালিক হলেন যশপ্রীত বুমরা। ভাঙলেন যুজবেন্দ্র চহালের রেকর্ড। বুমরার দখলে ৫৪ ম্যাচে ৬৪ উইকেট।

০৫ ০৭

টি২০ বিশ্বকাপে দ্বিতীয় দ্রুত অর্ধশতরান করলেন লোকেশ রাহুল। স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৮ বলে অর্ধশতরান করলেন তিনি। এর আগে ২০০৭ সালের টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ১২ বলে অর্ধশতরান করেছিলেন যুবরাজ সিংহ।

০৬ ০৭

পাওয়ার প্লে-তে ভারতের সর্বোচ্চ রান হল স্কটল্যান্ডের বিরুদ্ধে। ৬ ওভারে ২ উইকেটে ৮২ রান টি২০-র ইতিহাসে পাওয়ার প্লে-তে সর্বোচ্চ রানের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে।

০৭ ০৭

টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় সর্বনিম্ন কম রান করল স্কটল্যান্ড। এর আগে ২০১৬ সালের টি২০ বিশ্বকাপে শ্রীলঙ্কায় ৮০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। সেটিই ভারতের বিরুদ্ধে সব থেকে কম রান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement