India Vs Bangladesh

চেন্নাইয়ের গরমে বদলাতে পারে পিচের চরিত্র, রোহিতেরা কি চাপে পড়বেন? জানালেন পিচ নির্মাতা

প্রথম টেস্টের আগে প্রথম দু’দিন চেন্নাইয়ের লাল মাটির পিচে অনুশীলন করেছিল ভারত। মঙ্গলবার অনুশীলন করেছে কালো মাটির পিচে। চেন্নাইয়ের পিচের চরিত্র বদলে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। কী হতে পারে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭
Share:

রোহিত শর্মা। ছবি: পিটিআই।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে প্রথম দু’দিন চেন্নাইয়ের লাল মাটির পিচে অনুশীলন করেছিল ভারত। মঙ্গলবার তারা অনুশীলন করেছে কালো মাটির পিচে। চেন্নাইয়ের গরমে পিচের চরিত্র বদলে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। কী হতে পারে? জানালেন চিপকের পিচ নির্মাতা।

Advertisement

প্রথম টেস্ট খেলা হবে লাল মাটির পিচেই। সেখানে পেসারেরাও ভাল সাহায্য পেতে পারেন। কিন্তু কালো মাটির পিচে স্পিনারেরা সাহায্য পান। কেন রোহিতদের হঠাৎ কালো মাটির পিচে অনুশীলন করতে দেখা গেল?

এর নেপথ্যে রয়েছে চেন্নাইয়ের গরম। পিচ নির্মাতা সংবাদ সংস্থাকে বলেছেন, “চেন্নাইয়ে গত দু’সপ্তাহ ধরে প্রবল গরম। প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। আমি শুনেছি পিচে যথেষ্ট পরিমাণে জল দেওয়া হচ্ছে। তবু অত্যধিক গরমের কারণে ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে পিচ ভাঙতে পারে।”

Advertisement

পিচ নির্মাতার সংযোজন, “পিচ ভাঙলেই স্পিনারদের দিয়ে বল করানো শুরু হবে। ম্যাচের শেষ দিকে স্পিনারেরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাই জন্যে হয়তো ভারতের ব্যাটারেরা ঘূর্ণির বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছে।”

শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজ়‌ে ভারতের ব্যাটারেরা ভাল খেলতে পারেননি। বাংলাদেশের বিরুদ্ধে যাতে সেই ভুল না হয় তা নিয়ে সতর্ক তাঁরা। ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে পর্যন্ত বলেছিলেন, “আমরা শ্রীলঙ্কার স্পিনারদের খেলতে পারিনি। তার পরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের দিকে নজর ঘুরে যায়। তাই স্পিন খেলার যে পারদর্শিতা সে দিকে নজর দিতে পারিনি আমরা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement