Champions Trophy 2025

ভারতের জন‍্য লাহোর থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল! আইসিসির পছন্দ কোন শহর?

রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক নেই। পাকিস্তানে রোহিত-কোহলিদের পাঠায় না ভারতীয় বোর্ড। গত এশিয়া কাপও হয়েছিল হাইব্রিড মডেলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৪ ২০:৩০
Share:

চ্যাম্পিয়ন্স ট্রফি। —ফাইল চিত্র।

পাকিস্তানের লাহোর নয়, আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হতে পারে দুবাইয়ে। সম্ভবত রোহিত শর্মা, বিরাট কোহলিদেরও প্রতিযোগিতা খেলতে পাকিস্তানে যেতে হবে না। ভারতীয় দলের ম্যাচগুলিও দুবাইয়ে আয়োজন করার কথা ভাবছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

Advertisement

আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে হবে প্রতিযোগিতার ম্যাচগুলি। প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি। ৯ মার্চ ফাইনাল হওয়ার কথা লাহোরে। ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লাহোরের পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হতে পারে দুবাইয়ে। ভারত ফাইনালে উঠলে ফাইনালের কেন্দ্র পরিবর্তনের পরিকল্পনা রয়েছে আইসিসি কর্তাদের।

আইসিসি সূত্রে খবর, পুরো চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেই। আবার ভারতকে সে দেশে খেলতে যেতে বাধ্যও করতে চান না আইসিসি কর্তারা। গত এশিয়া কাপের মতো আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে করার কথা ভাবা হয়েছে। ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। ভারতের সেমিফাইনাল হতে পারে আবুধাবি বা শারজায়। প্রতিযোগিতার বাকি সব ম্যাচ হবে পাকিস্তানে।

Advertisement

আইসিসি হাইব্রিড মডেলে প্রতিযোগিতা আয়োজনের কথা ভাবলেও, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির আশা, ভারতীয় দল পাকিস্তানে যাবে। নকভি বলেছেন, ‘‘আশা করি ভারতীয় দল পাকিস্তানে আসবে। ওদের না আসার কোনও কারণ আছে বলে মনে হয় না। সব দলকে নিয়ে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার ব্যাপারে আমরা আশাবাদী।’’

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অবশ্য আগামী বছর পাকিস্তানে দল পাঠানো নিয়ে কোনও মন্তব্য করেনি। ভারত-বাংলাদেশ কানপুর টেস্টের সময় বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্ল বলেছিলেন, ‘‘আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলের পাকিস্তান সফর নির্ভর করছে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের উপর। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যে কোনও বিদেশ সফরের ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে হয়। অনুমতি নেওয়াই নিয়ম। ভারতীয় ক্রিকেট দল কোনও দেশে সফরে যাবে কী যাবে না, তা ঠিক করে কেন্দ্র। সরকারের সিদ্ধান্তের উপরই সব কিছু নির্ভর করে।’’

উল্লেখ্য, রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক নেই। ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে বহু দলীয় প্রতিযোগিতা ছাড়া ক্রিকেট মাঠে মুখোমুখি হয় না দু’দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement