Champions Trophy 2025

ক্রিকেটে পাকিস্তানের থেকে ভারতের ‘দাম’ কত বেশি, আইসিসিকে দেখিয়ে দিল সম্প্রচারকারী সংস্থা

চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ধোঁয়াশা এখনও কাটেনি। এই পরিস্থিতিতে আইসিসিকে চিঠি দিয়েছে সম্প্রচারকারী সংস্থা স্টার ইন্ডিয়া। ভারত না খেললে আইসিসির কতটা ক্ষতি হবে তা দেখিয়ে দিয়েছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৮:১৮
Share:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক লড়াই দেখা যাবে কি না, সে দিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। —ফাইল চিত্র।

‘হাইব্রিড মডেল’-এর সম্ভাবনা বেশি থাকলেও এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ধোঁয়াশা কাটেনি। এই পরিস্থিতিতে আইসিসিকে চিঠি দিয়েছে সম্প্রচারকারী সংস্থা স্টার ইন্ডিয়া। ভারত না খেললে আইসিসির কতটা ক্ষতি হবে তা দেখিয়ে দিয়েছে তারা। এই প্রতিযোগিতা থেকে মোট আয়ের ৯০ শতাংশ ভারতের বাজার থেকে পাবে তারা। ফলে ভারতকে ছাড়া যে কোনও ভাবেই প্রতিযোগিতা সম্ভব নয় তা পরিষ্কার।

Advertisement

চার বছরের জন্য স্টার ইন্ডিয়াকে সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে আইসিসি। এই প্রথম বার ভারতে আলাদা করে সম্প্রচার স্বত্ব বিক্রি করা হয়েছে। সেই কথা আইসিসিকে মনে করিয়ে দিয়েছে স্টার ইন্ডিয়া। তারা জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি সম্প্রচারের জন্য আইসিসিকে ৬৩৫২ কোটি টাকা দিয়েছে তারা। ১৫টি ম্যাচ সম্প্রচারের জন্য এই টাকা দেওয়া হয়েছে। যদি ভারত না খেলে তা হলে এই টাকার ৯০ শতাংশ তাদেরকে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে। অর্থাৎ, রোহিত শর্মারা না খেললে আইসিসির ৫৭১৬ কোটি টাকা ক্ষতি হবে। তুলনায় পাকিস্তান যদি এই প্রতিযোগিতায় না খেলে তা হলে আইসিসির ক্ষতি হবে ৬৩৪ কোটি টাকা, যা অনেকটাই কম।

এই পরিস্থিতিতে আইসিসির একটি সূত্র জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি বাতিল হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে দরকার পড়লে তা পাকিস্তান থেকে অন্য কোনও দেশে সরানো হতে পারে। পুরোটাই নির্ভর করছে সদস্য দেশের উপর। প্রয়োজনে ভোটাভুটি হতে পারে। তেমনটা হলে পাকিস্তান ছাড়া বাকি সকল দেশ যে ভারতের পক্ষেই ভোট দেবে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন সেই কর্তা।

Advertisement

ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে, পাকিস্তানে তারা খেলতে যাবে না। নিরপেক্ষ দেশ হিসাবে সংযুক্ত আরব আমিরশাহিতে খেলতে রাজি হতে পারে তারা। এই ধোঁয়াশার মধ্যে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন জয় শাহ। বৃহস্পতিবার তাঁর নেতৃত্বে আইসিসির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে গিয়েছে। শনিবার হবে সেই বৈঠক। সে দিনই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement