America Visa

ভিসা নীতিতে কিছু বদল, তবু সংশয় থাকছে

এ মাসেরই ১৩ তারিখ থেকে এই নতুন নিয়ম লাগু হবে বলে আমেরিকার নাগরিকত্ব এব‌ং অভিবাসী পরিষেবা দফতরের নোটিসেজানানো হয়েছে।

Advertisement

মহুয়া সেন মুখোপাধ্যায়

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ ১০:১৪
Share:

১৩ তারিখ থেকে এইনতুন নিয়ম লাগু হবে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আমেরিকা এইচ-১বি ও এল-১ ভিসা নিয়ে এ দেশে বসবসাকারী ভারতীয়দের জন্য সুখবর। এই সব ভিসাধারীর পরিবারের সদস্যরা সাধারণত এইচ-৪ এবং এল-২ ভিসা নিয়ে আমেরিকায় বসবাস করেন। এ বার সেই এইচ-৪ এবং এল-২ ভিসাধারীদের কাজের অনুমতিপত্রের সময়সীমার স্বতঃপ্রসার বাড়িয়ে ৫৪০ দিন করা হল। যে সময়সীমা আগে ছিল মাত্র ১৮০ দিন। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আমেরিকায় বসবাসকারী তথ্য ও প্রযুক্তি কর্মীদের একটা বড় অংশ।এ মাসেরই ১৩ তারিখ থেকে এই নতুন নিয়ম লাগু হবে বলে আমেরিকার নাগরিকত্ব এব‌ং অভিবাসী পরিষেবা দফতরের নোটিসেজানানো হয়েছে।

Advertisement

এ ছাড়া, আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিওরিটি এইচ-১বি ভিসা নিয়ে বসবাসকারী বিদেশি কর্মীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করেছে, যা চালু হয়ে যাবে এই বছরের ১৭ জানুয়ারি থেকে। এই পদক্ষেপকে হোমল্যান্ড দফতরের তরফে ‘আধুনিকীকরণ’ আখ্যা দেওয়া হয়েছে। এই ভিসায় বসবাসকারী কর্মীদের আমেরিকায় আসা, বসবাস এবং প্রয়োজনে এই ভিসায় বসবাসের সময়সীমা বাড়াতে গেলে যাতে অসুবিধা না হয়, সেই দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে।

নতুন নিয়মে বলা হয়েছে, এইচ-১বি তে যে ‘বিশিষ্ট পেশার’ মানুষদের আমেরিকায় নিয়ে আসা হয়, তার জন্য ঠিক সেই বিষয়ে সম্ভাব্য ভিসাধারীর জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে কিনা এবং যে পদের জন্য সেই ব্যক্তিকে বেছে নেওয়া হচ্ছে, ঠিক সে বিষয়ে তাঁর সুনির্দিষ্ট ডিগ্রি আছে কি না, তা নিশ্চিত করতে হবে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘বিজ়নেস ম্যানেজমেন্টের মতো সর্বজনীন ডিগ্রিধারীরা এই ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবেন না।’’ এ ছাড়া, ভিসা আবেদনের পরের পদ্ধতি যাতে দ্রুত হয় তা নিশ্চিত করতে ডিপার্টমেন্টঅব হোমল্যান্ড সিকিওরিটি আরও সচেষ্ট হবে।

Advertisement

সরকারি নির্দেশিকায় আরও বলা হয়েছে, এফ-১ ভিসা অর্থাৎ স্টুডেন্ট ভিসা থেকে যাঁরা আমেরিকান সংস্থায় চাকরি পেয়েছেন এবং এখন এইচ-১বি ভিসা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাঁদের কাজের অনুমতির বৈধতা স্বতঃপ্রসারিত হবে। ফলে আমেরিকান সংস্থায় তাঁদের কাজ করতে কোনও অসুবিধা হবে না। প্রতি বছর৬৫ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয় বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের জন্য।

তা ছাড়া, আরও ২০ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয় আমেরিকায় পড়তে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য, যাতেতাঁরা তাঁদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমেরিকায় চাকরি পান। এই ভিসায় আমেরিকা থেকেআসা বিদেশিদের মধ্যে গড়ে ৭৩ শতাংশ ভারতীয়।

এইচ-৪ এবং এল-২ ভিসা নিয়ে আমেরিকায় বসবাসকারীদের কাজের অনুমতিপত্রের সময়সীমা স্বতঃপ্রসারিত হওয়ার মেয়াদ বাড়িয়ে ৫৪০ দিন করার ফলে আমেরিকান নিয়োগকারীরা অনেকটাই নিশ্চিন্তে এঁদের নিয়োগ করতে পারবেন।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিওরিটির কর্তাদের মতে, এই পদক্ষেপগুলি আইনি অভিবাসীদের নিয়োগে সদর্থক ভূমিকা নেবে এবং আমেরিকার অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করবে। তবে সরকারের তরফে এই আশ্বাসের পরেও নিশ্চিত হতে পারছেন না এ দেশে বসবাসকারী ভারতীয়েরা। বস্টন এলাকায় বসবাসকারী এল-১বি ভিসাধারী মিথুন দাশ এবং এইচ-১বি ভিসাধারী অর্কপ্রভ বসু মনে করিয়ে দিচ্ছেন যে, ২০ জানুয়ারি থেকে ফের শুরু হচ্ছে ‘ট্রাম্প জমানা’। এর আগের বার যখন প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন তাঁর জমানাতেই সব থেকে বেশি এইচ-১বি ভিসার আর্জিখারিজ হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement