Abhishek Sharma

২৮ বলে ১০০! দ্রুততম শতরানের রেকর্ডে ভাগ বসালেন অভিষেক, ভাঙলেন সূর্যের নজির

মাত্র ২৮ বলে শতরান করেছেন অভিষেক শর্মা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে এই নজির গড়েছে পঞ্জাবের ব্যাটার। তিনি ভেঙেছেন সূর্যকুমার যাদবের নজির।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৫:৪৭
Share:

অভিষেক শর্মা। —ফাইল চিত্র।

দ্রুততম শতরানের রেকর্ডে ভাগ বসিয়েছেন অভিষেক শর্মা। মাত্র ২৮ বলে শতরান করেছেন অভিষেক শর্মা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে এই নজির গড়েছেন পঞ্জাবের ব্যাটার। তিনি ভেঙেছেন সূর্যকুমার যাদবের নজির।

Advertisement

২৭ নভেম্বর সৈয়দ মুস্তাক আলিতেই ত্রিপুরার বিরুদ্ধে ২৮ বলে শতরান করেছিলেন গুজরাতের উর্বিল পটেল। ৩৫ বলে অপরাজিত ১১৩ রান করেছিলেন তিনি। মেরেছিলেন ১২টি ছক্কা। তাঁর দাপটে প্রায় ১০ ওভার বাকি থাকতে ১৫৬ রান তাড়া করে জিতেছিল গুজরাত। অনেকটা একই কাজ করলেন অভিষেক। মেঘালয়ের বিরুদ্ধে ১৪৩ রান তাড়া করতে নেমে ৯.৩ ওভারে ম্যাচ জিতে গেল পঞ্জাব। ২৯ বলে অপরাজিত ১০৬ রান করেছেন অভিষেক। ৩৬৫.৫২ স্ট্রাইক রেটে রান করেছেন এই বাঁহাতি ওপেনার।

এই ম্যাচে ১১টি ছক্কা ও ৮টি চার মেরেছেন অভিষেক। অর্থাৎ, তাঁর ১০৬ রানের মধ্যে ৯৮ রান এসেছে বাউন্ডারিতে। এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছেন অভিষেক। চলতি বছর ৩৮টি ইনিংসে ৮৬টি ছক্কা মেরেছেন তিনি। আগে এই নজির ছিল ভারতের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যের। ২০২২ সালে ৪১টি ইনিংসে ৮৫টি ছক্কা মেরেছিলেন তিনি। সেই নজির ভেঙেছেন অভিষেক। এখনও খেলবেন তিনি। অর্থাৎ, এক ক্যালেন্ডার বছরে ১০০ ছক্কার নজির ছোঁয়ার সুযোগ রয়েছে তাঁর।

Advertisement

সৈয়দ মুস্তাক আলির এই মরসুমের আগে দ্রুততম শতরানের রেকর্ড ছিল ঋষভ পন্থের দখলে। ২০১৮ সালে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৩২ বলে শতরান করেছিলেন তিনি। এ বার তা ভেঙে গিয়েছে। বিশ্ব ক্রিকেটে এই রেকর্ড রয়েছে এস্টোনিয়ার সাহিল চৌহানের দখলে। চলতি বছরই সাইপ্রাসের বিরুদ্ধে ২৭ বলে শতরান করেছিলেন তিনি।

আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভাল খেলায় ভারতীয় দলে অভিষেক হয়েছে অভিষেকের। আইপিএলে ৬৩টি ম্যাচে ১৩৭৬ রান করেছেন তিনি। ১৭১.৮১ স্ট্রাইক রেটে রান করেছেন। তবে ভারতের হয়ে একটি শতরান ও একটি অর্ধশতরান ছাড়া তেমন রান পাননি পঞ্জাবের এই ক্রিকেটার। ১২টি আন্তর্জাতিক ম্যাচে ২৫৬ রান করেছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement