Pakistan Cricket

বাদ পড়ার সম্ভাবনা বাবর, আফ্রিদিদের! পাক দলের অন্দরেও সমস্যা, চাকরি যাবে কোচের?

পাক দলের অনেকে বাদ পড়বেন আগামী দিনে? এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাবর আজ়ম, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফের মতো ক্রিকেটারদের আগামী দিনে রাখা হবে কি না, তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫১
Share:
Pakistan

পাকিস্তান ক্রিকেট দল। —ফাইল চিত্র।

পাকিস্তানের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা ক্রিকেটারদের কেউ কেউ বাদ পড়বেন আগামী দিনে? এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বাবর আজ়ম, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফের মতো ক্রিকেটারদের আগামী দিনে রাখা হবে কি না, তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।

Advertisement

২০০২ সাল থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব আসে। তার পর থেকে এই প্রথম বার আয়োজক দেশ গ্রুপে সকলের নীচে শেষ করল। একটি ম্যাচও জিততে পারেনি তারা। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ার ফলে এক পয়েন্ট পেয়েছে। রান রেট -১.০৮৭। প্রতিযোগিতা শুরু হওয়ার পাঁচ দিনের মধ্যে ছিটকে যায় পাকিস্তান। পাক বোর্ড দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা করবে। দলে বিরাট পরিবর্তন করা হতে পারে। বাবর, শাহিন, রউফ এবং নাসিম শাহকে ছাঁটাই করা হতে পারে বলেও পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।

অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ যদিও দায়িত্ব ছাড়তে রাজি নন। বোর্ড তাঁকে সরিয়ে দিতে পারে। পাকিস্তানের সাজঘরে কোচ এবং অধিনায়কের বনিবনা ছিল না বলেও শোনা গিয়েছে। দলে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে অধিনায়ক মহম্মদ রিজ়ওয়ানকে না জানিয়ে। খুশদিল শাহকে নেওয়ার কথা রিজ়ওয়ান বলেছিলেন। কিন্তু আকিব চেয়েছিলেন ফাহিম আশরফকে নিতে। সেটা তিনি রিজ়ওয়ানকে জানাননি। নির্বাচকদের সঙ্গেও মতের মিল ছিল না অধিনায়কের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement