Boris Spassky Death

৮৮ বছর বয়সে প্রয়াত রাশিয়ার বিশ্বচ্যাম্পিয়ন দাবাড়ু বরিস স্পাস্কি

১৯৩৭ সালে জন্ম স্পাস্কির। ১৯৬৯ সালে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। সেই সময় ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৮
Share:
Boris Spassky

বরিস স্পাস্কি। —ফাইল চিত্র।

প্রয়াত রাশিয়ার দাবাড়ু বরিস স্পাস্কি। বয়স হয়েছিল ৮৮ বছর। ১৯৭২ সালে আমেরিকার ববি ফিশারের বিরুদ্ধে খেলেছিলেন তিনি। সেই সময় আমেরিকা এবং রাশিয়ার মধ্যে ‘ঠান্ডা লড়াই’ চলছিল। তার মাঝে ফিশার বনাম স্পাস্কির দাবার লড়াই সাড়া ফেলে দিয়েছিল গোটা বিশ্বে। শেষ পর্যন্ত জিতেছিলেন ফিশার।

Advertisement

১৯৩৭ সালে জন্ম স্পাস্কির। ১৯৬৯ সালে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। সেই সময় ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। ১৯৭১ সালে ক্যান্ডিডেটস জিতেছিলেন আমেরিকার ফিশার। তিনি সেই সময় বিশ্বের এক নম্বর দাবাড়ু। তাঁদের দু’জনের মধ্যে ১৯৭২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াই হয়েছিল। যে ম্যাচ ফিশারের পক্ষে শেষ হয় ১২.৫-৮.৫ ব্যবধানে। দুই দেশের রাজনৈতিক লড়াই উত্তেজনা তৈরি করে দিয়েছিল ফিশার এবং স্পাস্কির ম্যাচ নিয়ে। ২০০৮ সালে মারা গিয়েছিলেন ফিশার। এ বার প্রয়াত স্পাস্কিও। এই ম্যাচকে কেন্দ্র করেই ওয়াল্টার টেভিস ‘কুইন্স গ্যাম্বিট’ উপন্যাসটি লিখেছিলেন। পরে তা নিয়ে সিরিজ়ও তৈরি হয়।

আন্তর্জাতিক দাবা সংস্থার পক্ষ থেকে স্পাস্কির মৃত্যুসংবাদ জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, “দশম বিশ্ব চ্যাম্পিয়ন বরিস স্পাস্কি প্রয়াত। তাঁর সময়ের অন্যতম সেরা প্রতিভা ছিলেন। ১৮ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন তিনি। ১৯ বছর বয়সে ক্যান্ডিডেটস খেলেছিলেন। সে বার কেরেস, গেলার এবং টালের মতো দাবাড়ুকে হারালেও প্রতিযোগিতা জিততে পারেননি। পরের মরসুমে ফিরে এসে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। সোভিয়েতের হয়ে সাত বার এবং ফ্রান্সের হয়ে তিন বার অলিম্পিয়াড খেলেছিলেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement