Madhya Pradesh

কুয়োয় পড়ে যেতেই শিশুকে বাঁচাতে পর পর সাত জনের লাফ, মৃত্যু হল সকলেরই!

পুলিশ সূত্রে খবর, খন্ডোয়া জেলার কোন্ডাবত গ্রামে গণগৌর উৎসব ছিল বৃহস্পতিবার। সকলেই সেই উৎসব উদ্‌যাপনে মেতে ছিলেন। তখনই এই ঘটনাটি ঘটে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৫ ১১:০৮
Share:
মধ্যপ্রদেশে কুয়োয় পড়ে আট জনের মৃত্যু। প্রতীকী ছবি।

মধ্যপ্রদেশে কুয়োয় পড়ে আট জনের মৃত্যু। প্রতীকী ছবি।

কুয়োয় পড়ে গিয়েছিল বছর সাতেকের এক শিশু। তাঁকে বাঁচাতে গিয়ে আরও সাত জনের মৃত্যু হল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খন্ডোয়ায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, খন্ডোয়া জেলার কোন্ডাবত গ্রামে গণগৌর উৎসব ছিল বৃহস্পতিবার। সকলেই সেই উৎসব উদ্‌যাপনে মেতে ছিলেন। গ্রামেই একটি বড় কুয়ো রয়েছে। সেটির জল ব্যবহার করা হয় না। গ্রামে কোনও পুজো বা উৎসব হলে প্রতিমা এবং যাবতীয় জিনিস ওই কুয়োয় ফেলা হয়।

সেই কুয়োতেই বৃহস্পতিবার এক শিশু পড়ে যায়। স্থানীয়দের এক জনের নজরে পড়ে ঘটনাটি। শিশুটিকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে তিনি কুয়োয় লাফ মারেন। তিনি উঠছেন না দেখে আরও এক জন কুয়োয় নামেন। তিনিও আর ওঠেননি। এ ভাবে পর পর সাত জন নামেন। কিন্তু কেউই আর কুয়ো থেকে উঠে আসতে পারেননি। সঙ্গে সঙ্গে পুলিশ এবং দমকলকে খবর দেওয়া হয়। কিন্তু তারা এসে যত ক্ষণে উদ্ধারকাজ শুরু করেন, তত ক্ষণে ওই আট জনের মৃত্যু হয়েছিল বলে স্থানীয় সূত্রের খবর।

Advertisement

খন্ডোয়ার পুলিশ সুপার মনোজ রাই জানিয়েছেন, কুয়োয় জল বেশি ছিল না। কিন্তু কাদামাটি আর পাঁকে ভর্তি ছিল। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সেই কাদামাটি এবং পাঁকের কারণে যে বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল কুয়োয়, সেই গ্যাসের কারণেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই আট জনের। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement