CAB

Ranji Trophy 2022: রঞ্জিতে কার বিরুদ্ধে কবে খেলবে অভিমন্যু-মনোজের বাংলা

এ বারের রঞ্জিতে তুলনামূলক ভাবে সহজ গ্রুপে বাংলা। বাংলার গ্রুপে থাকা বরোদা গত বার মাত্র দু’টি ম্যাচ জিতেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৫০
Share:

—ফাইল চিত্র

এ বারের রঞ্জিতে বাংলা রয়েছে এলিট গ্রুপ বি-তে। সেই গ্রুপেই রয়েছে চণ্ডীগড়, হায়দরাবাদ এবং বরোদা। বাংলা প্রথম ম্যাচ খেলতে নামবে ১৭ ফেব্রুয়ারি। লাল বলের প্রতিযোগিতায় চার দিনের সেই ম্যাচ হবে বরোদার বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলেই ম্যাচ খেলার জন্য কটক উড়ে যাচ্ছে বাংলা দল।

বাংলার দ্বিতীয় ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু সেই ম্যাচ। গ্রুপের শেষ ম্যাচ ৩ মার্চ থেকে। চণ্ডীগড়ের বিরুদ্ধে হবে সেই ম্যাচ। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে বাংলা এই সব ম্যাচ খেলবে কটকে। বৃহস্পতিবার বিকেল ৫টার সময় বিমান ধরবে বাংলা দল। বুধবার রাতেই শহরে চলে এসেছেন ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের রবি কুমার এবং অভিষেক পোড়েল। এ বারের রঞ্জিতে দলে নেওয়া হয়েছে তাঁদেরও। বাংলা দলের সঙ্গে তাঁরাও কটক যাবেন।

Advertisement

এ বারের রঞ্জিতে তুলনামূলক ভাবে সহজ গ্রুপে বাংলা। বাংলার গ্রুপে থাকা বরোদা গত বার মাত্র দু’টি ম্যাচ জিতেছিল। চারটি ম্যাচে হারতে হয় তাদের। হায়দরাবাদ গত বার মাত্র একটি ম্যাচ জিতেছিল। তারা হেরেছিল ছ’টি ম্যাচ। চণ্ডিগড় এলিট গ্রুপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। তারা ছিল প্লেট গ্রুপে।

কটকে পাঁচ দিন নিভৃতবাসে থাকতে হবে বাংলাকে। ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি অনুশীলন করার সুযোগ পাবে দলগুলি। ১৭ ফেব্রুয়ারি থেকে শুরু রঞ্জির প্রথম ম্যাচ। ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হবে এর মধ্যে। এর আগে ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা রঞ্জি ট্রফি। তার আগে বাংলার বেশ কিছু ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement