Ranji Trophy 2024

১৯ মাস পর প্রথম শ্রেণির ক্রিকেটে শতরান মনোজের, রঞ্জিতে মন্ত্রীমশাইয়ের ব্যাট ভরসা দিচ্ছে বাংলাকে

ব্যাট হাতে দাপট মনোজ তিওয়ারির। ১৯ মাস পর প্রথম শ্রেণির ক্রিকেটে শতরান করলেন বাংলার অধিনায়ক। তাঁর ব্যাটই ভরসা দিচ্ছে বাংলাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪ ১১:৩৪
Share:

মনোজ তিওয়ারি। —ফাইল চিত্র।

প্রথম ইনিংসে বড় রান তুলছে বাংলা। রঞ্জিতে অসমের বিরুদ্ধে এ বার শতরান করলেন মনোজ তিওয়ারি। শুক্রবার অনুষ্টুপ মজুমদার শতরান করেছিলেন। ১৯ মাস পর প্রথম শ্রেণির ক্রিকেটে শতরান করলেন মনোজ। শেষ রঞ্জি খেলতে নেমে বুঝিয়ে দিলেন দলের প্রয়োজনে বাংলার ভরসা এখনও তিনিই।

Advertisement

শুক্রবার শুরুটা ভাল হয়নি বাংলার। প্রথম চার ব্যাটার অল্প রানে আউট হয়ে গিয়েছিলেন। সেখান থেকে বাংলার হয়ে ইনিংস গড়ার কাজটি করেছিলেন দুই বুড়ো ঘোড়া। অধিনায়ক মনোজের বয়স ৩৮ বছর। তিনি জানিয়ে দিয়েছেন এ বারের রঞ্জি খেলেই অবসর নেবেন। অন্য দিকে, অনুষ্টুপের বয়স ৩৯ বছর। দুই অভিজ্ঞ ব্যাটার বাংলার চাপ কাটিয়ে চালকের আসনে বসিয়ে দেন দলকে।

গত মরসুমে রঞ্জিতে শতরান পাননি মনোজ। তাঁর ব্যাট থেকে প্রথম শ্রেণির ক্রিকেটে শেষ শতরানটি এসেছিল ২০২২ সালের জুন মাসে। দীর্ঘ ১৯ মাস পর আবার শতরান করলেন মনোজ।

Advertisement

শনিবার শুরুতেই আউট হয়ে যান অনুষ্টুপ (১২৫)। কিন্তু মনোজ (১০০) ইনিংস এগিয়ে নিয়ে যান। অভিষেক পোড়েল কোনও রান পাননি। এই তিন ব্যাটারই আউট হয়ে গিয়েছেন। প্রথম সেশন শেষে বাংলা তুলেছে ৩২৮ রান। হাতে এখনও তিন উইকেট রয়েছে। ক্রিজ়ে রয়েছেন করণ লাল এবং সূরজ সিন্ধু জয়সওয়াল। অভিষেক ম্যাচ খেলতে নামা অঙ্কিত মিশ্র এবং সুমন দাস এখনও ব্যাট করতে নামেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement