ICC Champions Trophy

রোহিতেরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবেন পাকিস্তানে? ভারতীয় বোর্ডের অবস্থান জানালেন সচিব জয় শাহ

গত বছর এশিয়া কাপের সময় পাকিস্তানে দল পাঠায়নি ভারতীয় বোর্ড। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। আইসিসির প্রতিযোগিতায় নিয়ে অবস্থান জানিয়েছেন বিসিসিআই সচিব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৪ ১৩:২৯
Share:

(বাঁদিকে) গৌতম গম্ভীর এবং রোহিত শর্মা। —ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেট দল কি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আগামী বছর পাকিস্তানে যাবে? ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অবস্থান স্পষ্ট করে দিয়েছেন সচিব জয় শাহ। তাতে প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে।

Advertisement

রাজনৈতিক কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ় বন্ধ। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে যায় না। আবার পাকিস্তানের দলও ভারত সফরে আসে না। ২০২৩ সালে এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে রোহিত শর্মা, বিরাট কোহলিদের পাঠায়নি বিসিসিআই। যদিও এক দিনের বিশ্বকাপের সময় বাবর আজ়মদের ভারতে পাঠিয়েছিলেন পিসিবি কর্তারা। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন পিসিবি কর্তারা। স্বভাবতই প্রশ্ন উঠছে রোহিত, কোহলিদের কি আগামী বছর পাকিস্তানে পাঠাবে বিসিসিআই? সচিব জয় বোর্ডের অবস্থান জানিয়ে বলেছেন, ‘‘এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কোনও নির্দিষ্ট অবস্থানও নেওয়া হয়নি। সময় এবং পরিস্থিতি তৈরি হলে আমরা অবশ্যই দল পাঠানোর কথা ভাবব।’’

ভারতীয় বোর্ডের এই অবস্থান উদ্বেগ বৃদ্ধি করছে পিসিবি কর্তাদের। সূত্রের খবর, আইসিসির কোনও প্রতিযোগিতায় ভারতীয় দল না থাকলে সমস্যায় পড়তে পারেন আয়োজকেরা। সমস্যা হতে পারে আইসিসিরও। কারণ আইসিসির বিভিন্ন প্রতিযোগিতা এবং আইসিসিরও অধিকাংশ স্পনসর ভারতীয়। সে ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে। সেটাই ভাবাচ্ছে আইসিসি এবং পিসিবি কর্তাদের।

Advertisement

ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ালে, খেলার সুযোগ পাবে শ্রীলঙ্কা। তাতে সমস্যা মিটবে না। পিসিবি কর্তারা আবার আইসিসিকে জানিয়েছেন, গত এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে তাঁরা রাজি নন। কোনও দেশকে বাড়তি সুবিধা দেওয়া হলে তাঁরা মানবেন না। ফলে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের মাঝে সমাধানের পথ খুঁজছেন আইসিসি কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement