ভারতীয় ক্রিকেট বোর্ড। —ফাইল চিত্র
ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে যে দেশের দু’টি সংস্থাকে দুই মরসুমের জন্য সহযোগী করা হয়েছে। ২০২৪ থেকে ২০২৬ মরসুমের জন্য ‘ক্যাম্পা’ ও ‘অ্যাটমবার্গ টেকনোলজিস’কে সহযোগী হিসাবে ঘোষণা করা হয়েছে। তারা এই সময়ের মধ্যে ভারতে হওয়া সব আন্তর্জাতিক ও দেশীয় প্রতিযোগিতা সম্প্রচার ও দর্শকদের ভাল অভিজ্ঞতা দেওয়ার কাজ করবে।
বিসিসিআই একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ‘‘বিসিসিআই দেশের দু’টি সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে খুশি। ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য ও ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার জন্য এই দু’টি সংস্থার হাত ধরা হয়েছে। বোর্ড আশা করে, তারা আগামী দিনে ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারবে।’’
এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিন্নী বলেন, ‘‘ভারতের ২০২৪ থেকে ২০২৬ ক্রিকেট মরসুমের জন্য সহযোগী হিসাবে ‘ক্যাম্পা’ ও ‘অ্যাটমবার্গ টেকনোলজিস’কে স্বাগত জানাচ্ছি। এই দুই সংস্থা আমাদের দেশের। তাই দেশের ক্রিকেটের উন্নতির কাজ করতে চাইছে তারা। তাদের সাহায্যে আমরা ক্রিকেটকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যেখানে দর্শকদের অভিজ্ঞতা আরও ভাল হবে।’’
একই সুর শোনা গিয়েছে বোর্ড সচিব জয় শাহের কথায়। তিনি বলেন, ‘‘‘ক্যাম্পা’ ও ‘অ্যাটমবার্গ টেকনোলজিস’কে সহযোগী হিসাবে পেয়ে আমরা গর্বিত। তাদের সাহায্য ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। দর্শকদের সেরা অভিজ্ঞতা দেওয়া হবে। আশা করছি শুধু দুই মরসুম নয়, এই যুগলবন্দি অনেক বছর চলবে।’’