কোচ গৌতম গম্ভীরের (বাঁ দিকে) সঙ্গে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। ছবি: পিটিআই।
দেশের মাটিতে ভারতের তিনটি ম্যাচের দিন বদল করা হয়েছে। তার মধ্যে রয়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত-ইংল্যান্ড ম্যাচ। ২০২৪-২৫ মরসুমে ভারতের ঘরোয়া সিরিজ়ের নতুন সূচি প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ অক্টোবর হিমাচল প্রদেশের ধর্মশালায় হওয়ার কথা ছিল। সেটি হবে মধ্যপ্রদেশের গ্বালিয়রে। ধর্মশালায় সাজঘর সংস্কারের কাজ চলবে বলে মাঠ বদলানো হয়েছে। গ্বালিয়রে মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে হবে খেলা। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের ম্যাচের ১৪ বছর পরে আবার এই স্টেডিয়ামে হবে খেলা।
ইংল্যান্ডের বিরুদ্ধেও ভারতের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের মাঠে বদল করা হয়েছে। প্রথমে ঠিক ছিল চেন্নাইয়ে ২২ জানুয়ারি হবে প্রথম ম্যাচ। ২৫ জানুয়ারি কলকাতার ইডেনে হবে দ্বিতীয় ম্যাচ। কিন্তু কলকাতা পুলিশ ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করে, ২৬ ফেব্রুয়ারি সাধারণতন্ত্র দিবস থাকায় তার আগের দিন অত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। সেই কারণে, ২২ জানুয়ারি প্রথম ম্যাচ হবে ইডেনে। ২৫ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ হবে চেন্নাইয়ে।
ভারত-বাংলাদেশ সিরিজ়, ২০২৪—
প্রথম টেস্ট (১৯-২৩ সেপ্টেম্বর), চেন্নাই
দ্বিতীয় টেস্ট (২৭ সেপ্টেম্বর-১ অক্টোবর), কানপুর
প্রথম টি-টোয়েন্টি (৬ অক্টোবর), গ্বালিয়র
দ্বিতীয় টি-টোয়েন্টি (৯ অক্টোবর), দিল্লি
তৃতীয় টি-টোয়েন্টি (১২ অক্টোবর), হায়দরাবাদ
ভারত-ইংল্যান্ড সিরিজ়, ২০২৫—
প্রথম টি-টোয়েন্টি (২২ জানুয়ারি), কলকাতা
দ্বিতীয় টি-টোয়েন্টি (২৫ জানুয়ারি), চেন্নাই
তৃতীয় টি-টোয়েন্টি (২৮ জানুয়ারি), রাজকোট
চতুর্থ টি-টোয়েন্টি (৩১ জানুয়ারি), পুণে
পঞ্চম টি-টোয়েন্টি (২ ফেব্রুয়ারি), মুম্বই
প্রথম এক দিনের ম্যাচ (৬ ফেব্রুয়ারি), নাগপুর
দ্বিতীয় এক দিনের ম্যাচ (৯ ফেব্রুয়ারি), কটক
তৃতীয় এক দিনের ম্যাচ (১২ ফেব্রুয়ারি), আমদাবাদ