ICC Champions Trophy 2025

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ছবি তোলাতে রোহিত যাবেন পাকিস্তানে? অবশেষে মুখ খুলল বিসিসিআই

‘ক্যাপ্টেন্স ফোটোশুট’-এ যাবেন রোহিত শর্মা? নিশ্চিত নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। কিন্তু রোহিত যাবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২০:৩৫
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ‘ক্যাপ্টেন্স ফোটোশুট’-এ যাবেন রোহিত শর্মা? নিশ্চিত নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। কিন্তু রোহিত যাবেন কি না তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া নিজেই নিশ্চিত নন রোহিতেরা যাওয়ার ব্যাপারে। বুধবার সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “রোহিত পাকিস্তানে আইসিসি-র অনুষ্ঠানে যাবে কি না তা এখনও ঠিক হয়নি।”

আইসিসি-র যে কোনও প্রতিযোগিতার আগেই সব দলের অধিনায়কদের নিয়ে একটি সাংবাদিক বৈঠক এবং ফোটোশুটের আয়োজন করা হয়ে থাকে। ভারতে বিশ্বকাপ হওয়ার সময় পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়ম হাজির ছিলেন। কিন্তু রোহিত যাবেন কি না তা এখনও নিশ্চিত করে বলতে পারছেন না বোর্ড সচিব।

Advertisement

সূত্রের খবর, ‘ক্যাপ্টেন্স ফোটোশুট’ হতে পারে দুবাইয়ে। ভারতীয় বোর্ডের এক কর্তা বলেছেন, “আইসিসি ইতিমধ্যেই আমাদের দাবি মেনে পাকিস্তানে ম্যাচ না দিয়ে তা দুবাইয়ে সরিয়ে নিয়ে গিয়েছে। তাই এটাও আমাদের কাছে খুব বড় ব্যাপার নয়।” আদৌ সেটা সম্ভব হবে কি না এত এখনই বোঝা যাচ্ছে না।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম ম্যাচ করাচিতে। পাকিস্তান বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে প্রতিযোগিতা। ভারতের প্রথম ম্যাচ দুবাইয়ে। সেখানেই সব ম্যাচ খেলবেন রোহিতেরা। বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। ওই গ্রুপে রয়েছে পাকিস্তান (২৩ ফেব্রুয়ারি) এবং নিউ জ়িল্যান্ড (২ মার্চ)। ভারত যদি সেমিফাইনাল এবং ফাইনালে ওঠে তা হলে সেই ম্যাচও হবে দুবাইয়ে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement