হোসে মোলিনা। —ফাইল চিত্র।
পয়েন্ট হারালেও ফুটবলারদের উপর থেকে ভরসা হারাচ্ছেন না কোচ হোসে মোলিনা। চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ড্র করলেও মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলারদের নিয়ে খুশি তিনি। গত ম্যাচেও ড্র করেছিল তারা। পর পর দু’টি ম্যাচে ড্র করে চার পয়েন্ট খোয়ালো মোহনবাগান।
চেন্নাইয়িনের বিরুদ্ধে সবুজ-মেরুন দল সেরা ছন্দে ছিল না। ক্লান্তির ছাপ ছিল তাদের খেলায়। গোটা ম্যাচে মাত্র আটটি গোলের সুযোগ তৈরি করে তারা। প্রতিপক্ষের বক্সে মাত্র ১৫ বার বল ধরে মোহনবাগান। এই পরিসংখ্যানগুলি বুঝিয়ে দিচ্ছে যে, এ দিন তারা তেমন আক্রমণের মেজাজে ছিল না। তবু দলের পারফরম্যান্সে খুশি স্প্যানিশ কোচ। মোলিনা বলেন, “সব ম্যাচেই গোল করতে চাই আমরা। কিন্তু শেষ দু’ম্যাচে আমরা বেশি গোল করতে পারিনি। তবে দলের পারফরম্যান্সে আমি খুশি। চেন্নাইয়িন ভাল ডিফেন্স করেছে। তা-ও আমরা গোলের সুযোগ পেয়েছি। কিন্তু শেষ মুহূর্তের ভুলে গোল করতে পারিনি। শেষ দুটো ম্যাচ মোটেই সহজ ছিল না। তবে দল ভালই পারফরম্যান্স করেছে। আমাদের আরও পরিশ্রম করতে হবে।”
কোচ মোলিনা জানাচ্ছেন তাঁর দলের ফুটবলারেরা ক্লান্ত। সেই কারণেই প্রথম দল নামাননি। মোলিনা বলেন, “জামশেদপুর ম্যাচের পর খেলোয়াড়েরা পুরোপুরি ক্লান্তি কাটানোর সময় পায়নি। সেই কারণেই দলে পরিবর্তন করেছিলাম। যারা পুরো সুস্থ তাদের নামিয়েছিলাম। এটাই আমার ঠিক বলে মনে হয়েছে। প্রথমার্ধে বিপক্ষকে আমরা সে ভাবে খেলতেই দিইনি। তবে আমাদের ফাইনাল পাস, ফিনিশিং ঠিক হয়নি।”
গোলের সুযোগ হাতছাড়া করার জন্যই জন্য পয়েন্ট খোয়ালেন তাঁরা, তা স্বীকার করে নিয়ে মোলিনা বলেন, “প্রতিপক্ষের চেয়ে সব দিক থেকে এগিয়ে ছিলাম। ম্যাচের শেষ দিকে আমাদের প্রথম দলের খেলোয়াড়দের নামাই এবং গোলের সুযোগও পাই। কিন্তু ওরাও গোল করতে পারেনি। চেন্নাইয়িন শক্তিশালী দল, আগ্রাসী ফুটবল খেলে। তবে আমরা তিন পয়েন্টের জন্যই খেলতে নেমেছিলাম।”