বোর্ডের কাছে ক্ষমতা থাকবে যে কোনও সময়, যে কোনও মুহূর্তে সম্প্রচার স্বত্ব বাতিল করার। ২৫ লক্ষ টাকার সঙ্গে কর মিলিয়ে কোনও ভারতীয় সংস্থা ২৯ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে টেন্ডার কিনতে পারবে। বিদেশি সংস্থাকে টেন্ডার কেনার জন্য ৩৩ হাজার ডলার খরচ করতে হবে।
—ফাইল চিত্র
আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রির টেন্ডার ছাড়ল ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৩ থেকে ২০২৭ সালের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রি করার কথা জানাল বিসিসিআই। মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানাল বোর্ড।
বোর্ডের বিজ্ঞপ্তিতে জয় শাহ জানিয়েছেন, টেন্ডারে অংশ নেওয়ার জন্য ২৫ লক্ষ টাকার দরপত্র কিনতে হবে। ১০ মে পর্যন্ত কেনা যাবে এই দরপত্র। এই টাকা ফেরত যোগ্য নয়। স্বত্ব কিনতে ইচ্ছুক এমন যে কোনও সংস্থা টেন্ডারের দরপত্র কিনতে পারবে। কোনও ব্যক্তি এই টেন্ডার কিনতে পারবে না।
বোর্ডের কাছে ক্ষমতা থাকবে যে কোনও সময়, যে কোনও মুহূর্তে সম্প্রচার স্বত্ব বাতিল করার। ২৫ লক্ষ টাকার সঙ্গে কর মিলিয়ে কোনও ভারতীয় সংস্থা ২৯ লক্ষ ৫০ হাজার টাকা দিয়ে টেন্ডার কিনতে পারবে। বিদেশি সংস্থাকে টেন্ডার কেনার জন্য ৩৩ হাজার ডলার খরচ করতে হবে।
বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে টাকা জমা পড়ার প্রমাণ দেখালে তবেই টেন্ডারের দরপত্র দেওয়া হবে।