Shakib Al Hasan

Shakib Al Hasan: খুব বেশি ক্রিকেট আর খেলতে চাইছেন না বাংলাদেশের এই অলরাউন্ডার

আন্তর্জাতিক ক্রিকেটে আর মন নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজটা কিছুতেই খেলতে চাইছেন না শাকিব আল হাসান। নিজেই স্বীকার করেছেন এই কথা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৬:০৮
Share:

ক্রিকেট থেকে দূরে থাকতে চাইছেন বাংলাদেশের এই অলরাউন্ডার ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটে আর মন নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজটা কিছুতেই খেলতে চাইছেন না শাকিব আল হাসান। নিজেই স্বীকার করেছেন এই কথা।

Advertisement

বাংলাদেশের এই অলরাউন্ডার আপাতত আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি চান। শাকিব জানিয়েছেন, ‘‘আমার শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে বলতে পারি, মনে হয় না খুব বেশি আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারব। একটা বিরতি যদি পাই, যদি আগ্রহ ফিরে পাই, তা হলে আবার সাবলীল ভাবে খেলতে পারব। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে আমি স্রেফ দলের সঙ্গে ঘুরে বেড়িয়েছি। এটা ঠিক নয়। এক দিনের সিরিজ এবং টি-টোয়েন্টি সিরিজ উপভোগই করতে পারিনি। এই মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমার খেলা উচিত নয় বলেই মনে হয়। যখন খেলি, তখন সবার প্রত্যাশা মেটানোই লক্ষ্য থাকে। এখন সেটা পারব বলে মনে হয় না।’’

শাকিবের আরও সংযোজন, ‘‘এখন নিজের সেরাটা দিতে পারব, তার কোনও নিশ্চয়তা নেই। ফলে চাই নতুন কেউ খেলুক। শুধু শুধু জায়গা ধরে রেখে লাভ নেই। সেটা সতীর্থদের সঙ্গে এবং দেশের সঙ্গে তঞ্চকতা হবে।’’

Advertisement

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সরকারি ভাবে জানিয়েও দিয়েছেন নিজের খেলতে না চাওয়ার ইচ্ছের কথা। বিসিবি কর্তারা শাকিবকে বলেছেন, আরও কয়েকটা দিন ভাবতে। হয়ত একদিনের সিরিজে বিশ্রাম নেবেন, যাতে টেস্ট সিরিজটা মন দিয়ে খেলতে পারেন।

ভবিষ্যতে অবশ্য টেস্ট ক্রিকেটই সবার আগে ছাড়তে চান শাকিব। কারণ, তাঁর নজরে রয়েছে আগামী দু’বছরে দু’টি বিশ্বকাপ। শাকিব বলেন, ‘‘মনে হয়, এখন ক্রিকেটজীবনের যে জায়গায় এসে পৌঁছেছি, তাতে দীর্ঘকালীন পরিকল্পনা করতে হবে। টেস্ট পুরোপুরি ছেড়ে দেব, সে কথা বলছি না। কিন্তু টেস্ট দলে একটা ভারসাম্য খোঁজার চেষ্টা হচ্ছে। ফলে টেস্ট না খেলে টি-টোয়েন্টি এবং এক দিনের ম্যাচ খেলতে পারলে ভাল হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement