Bangladesh

Bangladesh Cricket: নায়ক মোমিনুল-লিটন, বড় রানের পথে বাংলাদেশ

নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে বাংলাদেশ তৃতীয় দিনের শেষে ৬ উইকেটে ৪০১ রান তুলেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ ১৮:০৭
Share:

নায়ক লিটন-মোমিনুল। ছবি টুইটার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রান করল বাংলাদেশ। প্রথম টেস্টে নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে বাংলাদেশ তৃতীয় দিনের শেষে ৬ উইকেটে ৪০১ রান তুলেছে। দিনের নায়ক মোমিনুল হক এবং লিটন দাস।

Advertisement

বাংলাদেশ ২ উইকেটে ১৭৫ রান নিয়ে খেলা শুরু করে। মাহমুদুল হাসান জয় তৃতীয় ওভারেই ৭৮ রান করে আউট হয়ে যান। মুশফিকুর রহিমও (১২) বেশিক্ষণ স্থায়ী হননি। এরপর দলের হাল ধরেন মোমিনুল এবং লিটন। দু’জনে পঞ্চম উইকেটে ১৫৮ রান যোগ করেন। আগের দিন ৮ রানে অপরাজিত থাকা মোমিনুল ৮৮ রান করেন। তাঁর ইনিংসে ১২টি চার রয়েছে। লিটন ৮৬ রান করেন। তিনি ১০টি চার মারেন। এই জুটি ভাঙেন ট্রেন্ট বোল্ট। তিনি ফেরান মোমিনুলকে। চার ওভার পরে তুলে নেন লিটনের উইকেটও। ইনিংসে মোট ৩ উইকেট হল বোল্টের। বাকি ৩টি উইকেট নিয়েছেন নিল ওয়াগনার।

দিনের শেষে উইকেটে রয়েছেন ইয়াসির আলি (১১) এবং মেহদি হাসান মিরাজ (২০)। বাংলাদেশ এখন ৭৩ রানে এগিয়ে রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement