চোট নিয়ে চিন্তায় শাকিব। ফাইল চিত্র
এশিয়া কাপের দল ঘোষণার পরেও বাংলাদেশের আরও দুই ক্রিকেটার চোট পেয়েছেন। অনুশীলনের সময় পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার মেহেদি হাসানের চোট লেগেছে। তাঁরা আর অনুশীলন করতে পারেননি। এর আগেও বেশ কয়েক জন ক্রিকেটারের চোট থাকায় দল ঘোষণা করতে দেরি হয়েছিল বাংলাদেশের। দল ঘোষণার পরেও ক্রিকেটাররা চোট পাওয়ায় চিন্তায় বাংলাদেশ শিবির।
মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়েছেন হাসান। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর এমআরআই করা হয়েছে। আপাতত কিছু দিন বিশ্রাম নিতে হবে তাঁকে। এশিয়া কাপের আগে কোনও প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারবেন না হাসান।
অন্য দিকে নেটে বল করার সময় চোট পেয়েছেন মেহেদি। মোসাদ্দেক হোসেন সৈকতের মারা শট সোজা গিয়ে মেহেদির পায়ে লাগে। সেখানেই পড়ে যান তিনি। কিছু ক্ষণ পরে পায়ে বরফ বেঁধে মাঠ ছাড়েন তিনি। তাঁকেও কয়েক দিন মাঠের বাইরে থাকতে হবে।
গত কয়েক সপ্তাহে বাংলাদেশের বেশ কয়েক জন ক্রিকেটার চোট পেয়েছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নুরুল হাসান সোহানের আঙুলের চোট এখনও সারেনি। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন লিটন দাস। এ বার চোট পেলেন আরও দুই ক্রিকেটার।