নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আরও একটি স্টেডিয়ামের সংস্থার করার সিদ্ধান্ত নিয়েছে তারা। —ফাইল চিত্র
১৭ বছর আগে এই মাঠেই শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। সেই স্টেডিয়াম বন্ধ ছিল এক যুগ। অবশেষে আবার খুলতে চলেছে সেই স্টেডিয়ামের দরজা। বাংলাদেশের বগুড়ার শহিদ চাঁদু স্টেডিয়াম আবার সংস্কার করে খেলার উপযোগী করে তোলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবির ডিরেক্টর ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, শহিদ চাঁদু স্টেডিয়ামে আবার খেলা শুরু হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সব দায়িত্ব নিয়েছে। রবিবার থেকেই সব কাজ শুরু হবে। এর আগে মার্চ মাসে এই স্টেডিয়ামের সঙ্গে চুক্তি শেষ করেছিল বোর্ড। সেই সিদ্ধান্ত বদল করেছে তারা।
২০০৬ সালে এই স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে এক দিনের ম্যাচে হারিয়েছিল বাংলাদেশ। কিন্তু ২০১০ সাল থেকে সেখানে আন্তর্জাতিক ম্যাচ বন্ধ হয়ে গিয়েছিল। সেখানে আবার প্রতিযোগিতা শুরু করতে চাইছে বিসিবি। হায়দার বলেছেন, ‘‘স্টেডিয়ামের দায়িত্ব নেওয়ার পরে আমরা সংস্কার করব। তার পরে গ্রাউন্ড কমিটি ঠিক করবে এই মাঠে কী ধরনের খেলা হবে।’’
বিসিবির গ্রাউন্ড কমিটির প্রধান মেহবুব আনম জানিয়েছেন, শহিদ চাঁদু স্টেডিয়ামে খেলা শুরু করতে খুব বেশি সমস্যা হবে না। তিনি বলেছেন, ‘‘বগুড়ায় অনেক ভাল হোটেল আছে। ফলে থাকার সমস্যা হবে না। যাতায়াতেরও সে রকম সমস্যা নেই। মাঠের যা যা উন্নতি দরকার সেটা আমরা করব।’’ বিসিবি সূত্রে খবর, আগামী মরসুমে বাংলাদেশ ক্রিকেট লিগের খেলা এই মাঠে হতে পারে।