জুটিতে লুটি ছবি: টুইটার থেকে।
এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সব থেকে বেশি রানের তালিকায় শীর্ষে চলে এলেন বাবর আজম। টপকে গেলেন জস বাটলারকে। মহম্মদ রিজওয়ানও বাটলারকে টপকে দ্বিতীয় স্থানে চলে এসেছেন। এ বারের বিশ্বকাপে সবথেকে বেশি রান করার লড়াই চলছে পাকিস্তানের দুই ওপেনারের মধ্যে।
মোট ছয়টি ম্যাচ খেলে পাকিস্তান অধিনায়ক বাবরের মোট রান হল ৩০৩। রিজওয়ানের রান ২৮১। ইংল্যান্ডের বাটলারের মোট রান ২৬৯।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে বাবর ৩৪ বলে ৩৯ রান করেন। তাঁর ইনিংসে ৫টি চার রয়েছে। গ্রুপ পর্বের পাঁচটি ম্যাচে তিনি ভারতের বিরুদ্ধে অপরাজিত ৬৮, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯, আফগানিস্তানের বিরুদ্ধে ৫১, নামিবিয়ার বিরুদ্ধে ৭০ এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে ৬৬ রান করেছিলেন। ছ’টি ম্যাচে ৬০.৬০ গড়ে ৩০৩ রান হল বাবরের। স্ট্রাইক রেট ১২৬.২৫।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
রিজওয়ান করেন ৫২ বলে ৬৭। তাঁর ইনিংসে ৩টি চার, ৪টি ছয়। গ্রুপ পর্বের পাঁচ ম্যাচে রিজওয়ানের রান ভারতের বিরুদ্ধে অপরাজিত ৭৯, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৩, আফগানিস্তানের বিরুদ্ধে ৮, নামিবিয়ার বিরুদ্ধে অপরাজিত ৭৯ এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৫। ছ’টি ম্যাচে ৭০.২৫ গড়ে ২৮১ রান হল রিজওয়ানের। স্ট্রাইক রেট ১২৭.৭২।
এই দু’জনের পরে রয়েছেন ইংল্যান্ডের বাটলার (২৬৯), শ্রীলঙ্কার চরিথ আসালঙ্কা (২৩১), নামিবিয়ার ডেভিড ওয়াইসে (২২৭)। ইংল্যান্ড, শ্রীলঙ্কা বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় বাটলার, আসালঙ্কার পক্ষে বাবর, রিজওয়ানকে টপকানো সম্ভব নয়। ফলে লড়াই এই দু’জনের মধ্যেই।
এটিই বাবরের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কোনও ব্যাটারের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট রানেও এটি রেকর্ড।