Cricket Australia

স্টোয়নিস-ওয়েড ঝড়ে টি২০ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া, ব্যর্থ শাদাবের চার উইকেট

বহুদিন পর আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি দুই দল। একদিকে উজ্জীবিত পাকিস্তান, অন্যদিকে এই প্রতিযোগিতায় নবজন্ম পাওয়া অস্ট্রেলিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ১৯:০৫
Share:

ফাইনালে অস্ট্রেলিয়া। ছবি রয়টার্স

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২৩:১১ key status

ছক্কার হ্যাটট্রিক ম্যাচ অস্ট্রেলিয়ার

শাহিনের ওভারের পর পর তিনটি ছয় মেরে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দিলেন ম্যাথু ওয়েড। অসম্ভবকে সম্ভব করে জয় অস্ট্রেলিয়ার। একসময় মনে হচ্ছিল ম্যাচ পাকিস্তানের পকেটে। সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দিলেন এই জুটি।

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২২:৪৬ key status

অস্ট্রেলিয়া ১৫ ওভারে ১১৫-৫

ক্রিজে ওয়েড (৭) এবং স্টোয়নিস (১৫)।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

Advertisement
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২২:৩১ key status

আউট ম্যাক্সওয়েল

ম্যাক্সওয়েলও ফিরে গেলেন। জেতার আশা ক্রমশ কমছে অস্ট্রেলিয়ার।

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২২:২৪ key status

আউটই ছিলেন না ওয়ার্নার!

ওয়ার্নারের ব্যাটে বলই লাগেনি। কিন্তু রিভিউ নেননি অজি ওপেনার। গুরুত্বপূর্ণ ম্যাচে ভুল অস্ট্রেলিয়ার।

Advertising
Advertising
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২২:২১ key status

ফের শাদাবের ধাক্কা, ফিরলেন ওয়ার্নার

অর্ধশতরান হল না ওয়ার্নারের। রিজওয়ানের হাতে ৪৯ রানে ক্যাচ দিয়ে ফিরলেন।

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২২:১৮ key status

অস্ট্রেলিয়া ১০ ওভারে ৮৯-৩

ওয়ার্নার অর্ধশতরান থেকে ১ রান দূরে। সঙ্গী ম্য়াক্সওয়েল ৪ রানে।

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২২:১০ key status

আউট স্মিথ

ছয় মারতে গিয়ে আউট হলেন স্মিথ। ৬ বলে ৫ করলেন তিনি।

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২১:৫৮ key status

আউট মার্শ

ছয় মারতে গিয়ে সীমানার ধারে আসিফের হাতে ধরা পড়লেন মার্শ (২৮)।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২১:৫৭ key status

পাকিস্তান ৬ ওভারে ৫২-১

ক্রিজে ওয়ার্নার (২৩) এবং মার্শ (২৮)।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২১:৩১ key status

আউট ফিঞ্চ

প্রথম বলেই ফিরলেন ফিঞ্চ। ফেরালেন শাহিন আফ্রিদি। পরের বলেই মিচেল মার্শ অল্পের জন্য এলবিডব্লু হলেন না। 

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২১:১৫ key status

১৭৬ তুলল পাকিস্তান

অর্ধশতরান ফখরেরও। নির্ধারিত ওভারে ১৭৬ তুলল পাকিস্তান।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২১:১২ key status

শোয়েব আউট

স্টার্কের বলে বোল্ড শোয়েব। ১ রানে ফিরলেন তিনি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২১:০৫ key status

স্মিথের ক্যাচ মিস

আসিফকে ক্যাচ নিয়ে ফেরানোর পরের বলেই ফখরের ক্যাচ ফেললেন স্মিথ।

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২১:০৩ key status

আসিফ আউট

প্রথম বলেই ফিরলেন আসিফ আলি। কামিন্সের বলে স্মিথের হাতে ক্যাচ দিলেন।

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২১:০৩ key status

পাকিস্তান ১৮ ওভারে ১৫৮-২

ক্রিজে ফখর ৪০ এবং আসিফ ০ রানে।

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২০:৫৭ key status

আউট রিজওয়ান

শেষ বেলায় মারতে গিয়ে আউট রিজওয়ান। ৫২ বলে ৬৭ করে ফিরলেন স্টার্কের বলে।

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২০:৪৯

পাকিস্তান ১৬ ওভারে ১২২-১

রিজওয়ান ৫৬ এবং ফখর ১৭ রানে ক্রিজে।

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২০:৩৮ key status

অর্ধশতরান রিজওয়ানের

দুরন্ত অর্ধশতরান রিজওয়ানের। পাকিস্তান ১৪ ওভারে ১০৬-১

গ্রাফিক: শৌভিক দেবনাথ

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২০:২৫

১২ ওভারে পাকিস্তান ৮৯-১

ক্রিজে ৪০ রানে রিজওয়ান এবং ২ রানে ফখর।

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ২০:১৫ key status

বাবর আউট

প্রথম ধাক্কা খেল পাকিস্তান। জাম্পার বলে ওয়ার্নারের হাতে তালুবন্দি বাবর (৩৪ বলে ৩৯)।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement