Virat Kohli

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাটকে টপকে গেলেন বাবর, এশিয়ার ব্যাটারদের মধ্যে হয়ে উঠলেন দ্রুততম

আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান করতে বিরাট নিয়েছিলেন ২৬১টি ইনিংস। সুনীল গাওস্করের লেগেছিল ২৬২টি ইনিংস। পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ নিয়েছিলেন ২৬৬টি ইনিংস। তাঁদের সকলকে টপকে গেলেন বাবর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২২ ১৮:৪৮
Share:

আরও একটি মাইলফলক ছুঁলেন বাবর। —ফাইল চিত্র

আরও একটি মাইলফলক পার করলেন বাবর আজম। আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রানের গণ্ডি পার করলেন তিনি। ২৭ বছরের ব্যাটার টপকে গেলেন বিরাট কোহলিকে। ২৫১টি ইনিংস খেলে ১১ হাজার রান করলেন পাকিস্তানের অধিনায়ক।

Advertisement

আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান করতে বিরাট নিয়েছিলেন ২৬১টি ইনিংস। সুনীল গাওস্করের লেগেছিল ২৬২টি ইনিংস। পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ নিয়েছিলেন ২৬৬টি ইনিংস। তাঁদের সকলকে টপকে গেলেন বাবর। বিরাটের থেকে ১০টি ইনিংস কম খেলে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান করলেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে ৪০ বলে ৫৫ রান করেন বাবর। সহজেই জয়ের রান তুলে নেয় পাকিস্তান।

বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৭৩ রান তোলে। সেই রানের জবাবে ব্যাট করতে নেমে মহম্মদ রিজ়ওয়ান এবং বাবর আজম মিলে ১০১ রানের জুটি গড়েন। বাবরের ইনিংস সাজানো ছিল ন’টি চার দিয়ে।

Advertisement

৪২টি টেস্ট খেলে বাবরের সংগ্রহ ৩১২২ রান। রয়েছে সাতটি শতরান। এক দিনের ক্রিকেটে ১৭টি শতরান-সহ তাঁর সংগ্রহ ৪৬৬৪ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে দু’টি শতরান করেছেন বাবর। এই ধরনের ক্রিকেটে তাঁর সংগ্রহ ৩২১৬ রান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement