IPL 2024

বিশ্বজয়ী কামিন্সদের আইপিএলে পেতে ন্যূনতম কত টাকা লাগবে? নিজের দাম কত রেখেছেন রাচিন?

১৯ ডিসেম্বর দুবাইয়ে হবে আইপিএলের নিলাম। বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের দিকে নজর ফ্র্যাঞ্চাইজ়িগুলির। কাড়াকাড়ি হবে পারে নিউ জ়িল্যান্ডের রাচিনকে নিয়েও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩ ২২:৪০
Share:

প্যাট কামিন্স। —ফাইল চিত্র।

আইপিএলের নিলামে ফ্র্যাঞ্চাইজ়িগুলির নজর থাকবে বিশ্বকাপে সফল একাধিক ক্রিকেটারের দিকে। বিশেষ করে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, ফাইনালের নায়ক ট্র্যাভিস হেডেরা ভাল দাম পেতে পারেন বলে মনে করা হচ্ছে। আলাদা নজর থাকবে বিশ্বকাপের আবিষ্কার নিউ জ়িল্যান্ডের রাচিন রবীন্দ্রের দিকেও।

Advertisement

কামিন্স, রাচিনদের দলে নিতে হলে আইপিএল ফ্র্যাঞ্চাইজ়িগুলিকে অন্তত কত টাকা খরচ করতে হবে, তা জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে। কামিন্স, হেড ছাড়াও মিচেল স্টার্ককে কিনতে গেলে খরচ করতে হবে অন্তত ২ কোটি টাকা। ১৯ ডিসেম্বরের নিলামে এটাই তাঁদের ন্যূনতম দাম। বিশ্বকাপজয়ী দলের স্টিভ স্মিথ, জস ইংলিস, জস হ্যাজ়লউডও রয়েছেন এই তালিকায়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ছাঁটাই হর্ষল পটেলকে দলে নিতে হলেও কম পক্ষে ২ কোটি টাকা খরচ করতে হবে ফ্র্যাঞ্চাইজ়িগুলিকে। কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়া উমেশ যাদবও নিজের ন্যূনতম দাম রেখেছেন ২ কোটি টাকা। এই বিভাগে অন্যতম চমক ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার কেদার যাদব। তিনিও নিজের ন্যূনতম দাম রেখেছেন ২ কোটি টাকা।

তবে কিছুটা কম টাকায় পাওয়া যেতে পারে ভারতীয় বংশোদ্ভূত নিউ জ়িল্যান্ডের অলরাউন্ডার রাচিনকে। নিলামে তাঁর নূন্যতম দাম থাকছে ৫০ লাখ টাকা। যদিও মনে করা হচ্ছে, তাঁর দাম উঠতে পারে ১০ কোটি টাকার কাছাকাছি। ভাল দাম পেতে পারেন দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার জেরাল্ড কোয়েৎজ়ে এবং রাসি ভ্যান ডার ডুসেন। শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হারসঙ্গ নিজের ন্যূনতম দাম রেখেছেন ১ কোটি ৫০ লাখ টাকা।

Advertisement

১৯ ডিসেম্বরের নিলামে ৩০ জন বিদেশি-সহ মোট ৭৭জন ক্রিকেটারকে কিনতে পারবে ১০টি ফ্র্যাঞ্চাইজ়ি। দুবাইয়ের নিলামে ফ্র্যাঞ্চাইজ়িগুলি খরচ করতে পারবে মোট ২৬২ কোটি ৯৫ লাখ টাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement