BGT 2024-25

অ্যাডিলেডের পর বাউন্স থাকবে গাব্বার পিচেও, ভারতকে হুমকি দিয়ে রাখলেন কামিন্স

তৃতীয় টেস্টের আগের দিন হুমকি দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তৃতীয় টেস্টে ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে বাউন্সারই অস্ট্রেলিয়ার প্রধান অস্ত্র হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৮
Share:

প্যাট কামিন্স। —ফাইল চিত্র।

ব্রিসবেনের পিচেও বাউন্স থাকবে। টেস্টের আগের দিন হুমকি দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তৃতীয় টেস্টে ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রধান অস্ত্র হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

সিরিজ়ের প্রথম ম্যাচে কামিন্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু দ্বিতীয় টেস্টেই ফর্মে ফিরেছেন তিনি। অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট তুলে নেন। কামিন্সের প্রধান অস্ত্রই ছিল বাউন্সার। ব্রিসবেনেও তেমনটাই হবে বলে জানিয়েছেন তিনি। তৃতীয় টেস্টেও বাউন্সার দিয়ে আক্রমণ করা হবে কি না জিজ্ঞেস করায় কামিন্স বলেন, “অবশ্যই। অ্যাডিলেড টেস্টে আমাদের পরিকল্পনা কাজে লেগেছে। প্ল্যান বি হিসাবে অবশ্যই থাকবে বাউন্সার। কিছু ব্যাটারদের জন্য বাউন্সারই প্ল্যান এ। অনেককেই অস্বস্তির মধ্যে পড়তে দেখা যায় বাউন্সারের বিরুদ্ধে। অ্যাডিলেডে যখন কাজে লেগেছে, তখন তৃতীয় টেস্টেও কোনও একটা সময় বাউন্সার দেখা যাবে।”

ব্রিসবেনের পিচ সম্পর্কে কামিন্স বলেন, “আগের দিন পিচ দেখেছি। ভাল উইকেট বলেই মনে হয়েছে। কয়েক বছর আগেও এমন ছিল। শেষ কয়েক দিন রোদ উঠলে হয়তো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেমন সবুজ ছিল, ততটা থাকবে না।”

Advertisement

২০২১ সালে অস্ট্রেলিয়াকে ব্রিসবেনে হারিয়ে দিয়েছিল ভারত। ৩৩ বছর পর সেই মাঠে হেরেছিল অস্ট্রেলিয়া। এই বছরের শুরুতে ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে হেরে যায় তারা। এ বার তেমনটা চাইবেন না কামিন্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement