অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে মোট ৭টি ম্যাচ খেলে ৭৩২ রান করেছেন বাবর। টেস্টে একটি এবং এক দিনের ক্রিকেটে দু’টি শতরান করেন তিনি। পাঁচটি অর্ধশতরানও এসেছে তাঁর ব্যাট থেকে। অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ১-০ জিতলেও এক দিনের সিরিজে ১-২ ব্যবধানে হেরে যায় তারা। একটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
—ফাইল চিত্র
২৪ বছর পর পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলল অস্ট্রেলিয়া। সেই ঐতিহাসিক সিরিজ শেষে হাঁফ ছেড়ে বাঁচলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। কেন? বাবর আজমকে আর বল করতে হবে না। এটা ভেবেই নিশ্চিন্ত অস্ট্রেলিয়ার অধিনায়ক।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে মোট ৭টি ম্যাচ খেলে ৭৩২ রান করেছেন বাবর। টেস্টে একটি এবং এক দিনের ক্রিকেটে দু’টি শতরান করেন তিনি। পাঁচটি অর্ধশতরানও এসেছে তাঁর ব্যাট থেকে। অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ১-০ জিতলেও এক দিনের সিরিজে ১-২ ব্যবধানে হেরে যায় তারা। একটি ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।
সিরিজ শেষে ফিঞ্চ বলেন, “এত তরুণ ক্রিকেটাররা এই সিরিজে উঠে এসেছে এবং ভাল খেলেছে, সেটা ভবিষ্যতের জন্য খুব ভাল। ভাল লাগছে যে বাবরকে আর বল করতে হবে না। অস্ট্রেলিয়ার দল এবং বোর্ডের পক্ষ থেকে জানাচ্ছি যে, আমরা গর্বিত ২৪ বছর পর এখানে খেলতে এসে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আমাদের যা দিয়েছে এবং সমর্থকরা যে ভাবে পাশে ছিল তা ভাল লেগেছে। সমস্ত সমর্থককে ধন্যবাদ। এই সফরটাকে স্পেশাল করে দিয়েছেন সমর্থকরা।”
আইপিএলের নিলামে অবিক্রিত ছিলেন ফিঞ্চ। কিন্তু অ্যালেক্স হেলস নিজেকে সরিয়ে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্স দলে নেয় অস্ট্রেলিয়ার সাদা বলের অধিনায়ককে। সিরিজ শেষ হওয়ায় এ বার আইপিএলে খেলতে আসবেন ফিঞ্চ। অপেক্ষায় কলকাতার সমর্থকরা।