শনিবার এই দৃশ্য দেখতে চান না গাওস্কর। ছবি: পিটিআই।
মেলবোর্নে দ্বিতীয় দিনের খেলা শেষে ৩১০ রানে পিছিয়ে ভারত। হাতে রয়েছে পাঁচ উইকেট। উড়িয়ে দেওয়া যাচ্ছে না ফলো-অনের সম্ভাবনা। ভারতকে অন্তত ২৭৪ রান করতেই হবে। তবে সুনীল গাওস্করের মতে, অস্ট্রেলিয়া কিছুতেই ফলো-অন করাবে না ভারতকে। তাই কী ভাবে বাকি ব্যাটারেরা সাফল্য পেতে পারেন তার রাস্তা বলে দিয়েছেন তিনি।
ম্যাচের পর গাওস্কর বলেছেন, “ভারতের উচিত মাথা নিচু করে খেলা। তৃতীয় দিন মধ্যাহ্নভোজ পর্যন্ত ইনিংস টানতেই হবে। পারলে চা-বিরতি পর্যন্ত ইনিংস এগিয়ে নিয়ে যেতে হবে। তা হলেই অস্ট্রেলিয়ার রানের কাছাকাছি পৌঁছনো যাবে। অস্ট্রেলিয়া কোনও ভাবেই ফলো-অন করাবে না। ভারত ২৭৪ রান না তুলতে পারলেও।”
ভারতের পক্ষে কাজটা অসম্ভব নয় বলেই মনে করেন গাওস্কর। তাঁর মতে, দু’জন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। গাওস্করের কথায়, “গাব্বায় জাডেজা ভাল ব্যাটিং করেছে। মেলবোর্নেও একই কাজ করতে হবে। পন্থ এমন একজন ক্রিকেটার যে বিপক্ষের থেকে ম্যাচ কেড়ে নিতে পারে। তাই আর একটা ১০০ রানের জুটি দরকার। শুধু ফলো-অন বাঁচানোই নয়, ভারতের উচিত তৃতীয় দিন যতটা বেশি সম্ভব ক্রিজে কাটানো।”
একই সঙ্গে গাওস্কর সতর্ক করে দিয়েছেন রোহিত শর্মার দলকে। বলেছেন, “নেথান লায়ন এ বার বল করতে আসবে। যে ভাবে ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাডেজা বল করেছে, তাতে লায়নও পিচ থেকে সাহায্য পাবে। বল ঘোরাতে পারবে অনায়াসে। বাঁ হাতিদের বিরুদ্ধে ওর বল বিপজ্জনক হতে পারে।”