Celebrity Birthday

‘তোমাকে সব থেকে বেশি ভালবাসি’, জন্মদিনে প্রীতি বললেন সলমনকে! কোন কথা বলবেন দেখা হলে?

প্রীতি একটু দেরি করলেন। জন্মদিনের একেবারে শেষ বেলায় এলেন এক্স হ্যান্ডলে। ভাইজানের সঙ্গে বিশেষ মুহূর্তের কোলাজ তৈরি করে শুভেচ্ছা জানালেন নিজস্ব ভঙ্গিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১২:৫৭
Share:

প্রীতি জ়িন্টা কি কখনও প্রেম করেছিলেন সলমন খানের সঙ্গে, নতুন করে উঠছে প্রশ্ন। ছবি: সংগৃহীত।

তাঁর প্রেমিকার তালিকা লম্বা। ৫৯ বছর বয়সেও তিনি বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত অবিবাহিত পুরুষ। এই প্রেমিকার তালিকায় কারা ছিলেন, আর কারা ছিলেন না— তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ভক্তরা প্রায় রোজই নতুন প্রেম খুঁজে বের করার চেষ্টা করেন সলমন খানের জন্য।

Advertisement

কিন্তু প্রীতি জ়িন্টা কি কখনও প্রেম করেছিলেন সলমনের সঙ্গে? এত বছর পর সরাসরি এই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দুই সন্তানের মা প্রীতিকে। ‘হর দিল জো পেয়ার করেগা’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘দিল নে জিসে আপনা কাহা’, ‘জান-এ-মন’-এর মতো বক্স অফিস সফল ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছে প্রীতি-সলমনকে। কোনও দিনই তাঁদের পর্দার রসায়ন পর্দার বাইরে দেখা যায়নি কিন্তু এ বার সলমনের ৫৯ তম জন্মদিনে কি সেই ইঙ্গিত নিজেই রেখে গেলেন প্রীতি?

২৭ ডিসেম্বর ছিল সলমন খানের জন্মদিন। নিজের পরিবারের সঙ্গে সেই দিনটি বিশেষ ভাবে পালন করেছেন ভাইজান। আঁটসাঁট নিরাপত্তায় শুধু ঘনিষ্ঠদের সঙ্গে জন্মদিন উদ্‌যাপন করেছেন তিনি। লতায়পাতায় খান পরিবারের সঙ্গে জড়িত প্রায় সকলেই ২৬ ডিসেম্বর রাত থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে উপস্থিত হয়েছিলেন।

Advertisement

কিন্তু প্রীতি একটু দেরি করলেন। জন্মদিনের একেবারে শেষ বেলায় এলেন এক্স হ্যান্ডলে। ভাইজানের সঙ্গে বিশেষ মুহূর্তের কোলাজ তৈরি করে লিখলেন, “শুভ জন্মদিন সলমন। শুধু জানাতে চাই, তোমাকে সব থেকে বেশি ভালবাসি। বাকিটা বলব যখন কথা হবে...আর হ্যাঁ, আমাদের আরও কিছু ছবি প্রয়োজন, না হলে পুরনো ছবিগুলোই পোস্ট করতে থাকব!”

প্রীতির এমন ভালবাসার বহরে ভেসে গিয়েছেন ভক্তরা। এক নেটাগরিক তাঁকে বলেছেন, “অবশেষে সবচেয়ে কাঙ্ক্ষিত শুভেচ্ছাটি পেলেন ভাইজান।” এর উত্তরে অভিনেত্রী জানিয়েছেন, “হ্যাঁ, কারণ আমি আমেরিকায়, আর এখানে এখনই ওঁর জন্মদিন।”

কিন্তু সত্যিই কি প্রীতির সঙ্গে এমন কোনও সম্পর্ক ছিল সলমনের, তাঁরা কি কখনও প্রেম করেছেন? এ প্রশ্নও উঠে এসেছে সরাসরি সমাজমাধ্যমে। প্রীতি লিখেছেন, “না না, একেবারেই নয়! সলমন আমার পরিবারের একজন আমার খুব ভাল বন্ধু, আর আমার স্বামীরও বন্ধু...।” নেটাগরিককে কৈফিয়ত দিলেন প্রীতি। এর পর যাতে এ বিষয়ে আর কোনও ভাবেই জলঘোলা না হয়, অভিনেত্রী জানিয়েও দিয়েছেন সে কথা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement