Ashes 2021-22

Ashes 2021-22: ‘ওরা আমাদের স্রেফ উড়িয়ে দিয়েছে’, মেলবোর্নে লজ্জার হারের পর আর কী বললেন রুট

চলতি বছরে ন’টি টেস্ট হেরেছে ইংল্যান্ড। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে অধিনায়ক হিসেবে ৮টির মধ্যে ৭টি টেস্ট হেরেছেন রুট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৮:৩৭
Share:

বিধ্বস্ত রুট ছবি: টুইটার থেকে।

মাত্র ৬৮ রানে অলআউট হয়ে গিয়েছে দল। ইনিংসের ব্যবধানে টেস্ট হেরে সিরিজ খুইয়েছেন। এই ঘটনায় মানসিক ভাবে বিধ্বস্ত ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়া তাঁদের উড়িয়ে দিয়েছে। তবে সেই সঙ্গে এই পরিস্থিতি থেকে ফিরে আসারও বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

ম্যাচ শেষে রুট বলেন, ‘‘আমি বিধ্বস্ত। আমাদের বেশ কিছু দিন ধরে এই পরিস্থিতিতে পড়তে হচ্ছে। অস্ট্রেলিয়াকে অভিনন্দন। ওরা আমাদের উড়িয়ে দিয়েছে। এখনও পর্যন্ত গোটা সিরিজে ওরা আমাদের থেকে অনেক ভাল খেলেছে।’’

সিরিজ হারলেও এখনও সম্মান রক্ষা করার সুযোগ রয়েছে বলে মনে করছেন রুট। তিনি বলেন, ‘‘এই অবস্থায় থাকতে কেউ পছন্দ করে না। আমাদের সম্মান রক্ষার জন্য খেলতে হবে। দেশের মানুষ আমাদের উপর ভরসা করেন। তাঁদের কিছু ফিরিয়ে দিতে হবে। কোথায় ভুল হয়েছে তা খতিয়ে দেখতে হবে। তবেই শেষ দুই টেস্টে ভাল খেলতে পারব।’’

Advertisement

চলতি বছরে ন’টি টেস্ট হেরেছে ইংল্যান্ড। এক বছরে সব থেকে বেশি টেস্ট হারের নিরিখে এটি বিশ্বরেকর্ড। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে অধিনায়ক হিসেবে ৮টির মধ্যে ৭টি টেস্ট হেরেছেন রুট। শেষ দুই টেস্টে সেই পরিসংখ্যানে বদল চান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement