৫ উইকেট নিলেন শামি ছবি: টুইটার।
তৃতীয় দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ১৬। ১৪৬ রানে এগিয়ে রয়েছেন বিরাট কোহলীরা।
১৯৭ রানে শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ১৩০ রানের লিড নিল ভারত। শেষ উইকেট নিলেন বুমরা।
টেস্টে নতুন মাইলস্টোন শামির। ৫ উইকেট নিলেন তিনি। সেই সঙ্গে রাবাডাকে আউট করে টেস্টে ২০০ উইকেট হল তাঁর।
দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেট পড়ল। জানসেনকে আউট করলেন শার্দুল।
৫২ রান করে মহম্মদ শামির বলে আউট হলেন বাভুমা। প্রথম ইনিংসে ৪ উইকেট নিলেন শামি।
মুল্ডারকে আউট করলেন শামি। ১৩৩ রানে ৬ উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার।
চা বিরতির পরে ভাল খেলছেন বাভুমা। ৪২ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ১২৯। বাভুমা ৪৫ ও মুল্ডার ৯ রান করে খেলছেন।
তৃতীয় দিন চা বিরতিতে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ১০৯। বাভুমা ৩১ ও মুল্ডার ৪ রান করে খেলছেন।
শার্দুল ঠাকুরের বলে ৩৪ রানের মাথায় আউট হলেন কুইন্টন ডিকক।
১০০ রান পার হল দক্ষিণ আফ্রিকার। ৩৪ ওভারে দলের রান ৪ উইকেটে ১০৪। ডিকক ৩৪ ও বাভুমা ৩১ রান করে ব্যাট করছেন।
জুটি বাঁধছেন টেস্বা বাভুমা ও কুইন্টন ডিকক। ২৮ ওভারে দলের রান ৪ উইকেটে ৯০। বাভুমা ২৫ ও ডিকক ২৬ রান করে খেলছেন।
রাসি ভ্যান ডার ডুসেনকে আউট করলেন মহম্মদ সিরাজ। ৩২ রানে চতুর্থ উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার।
মার্করামকে বোল্ড করলেন শামি। ৩০ রানে ৩ উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার।
মধ্যাহ্নভোজের বিরতির পরে পিটারসনকে আউট করলেন মহম্মদ শামি। দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ২৬।
ক্রিজে রয়েছেন মার্করাম ও পিটারসন। মধ্যাহ্নভোজের বিরতিতে দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ২১।
শুরুটা ভাল হল না দক্ষিণ আফ্রিকার। প্রথম ওভারেই বুমরার বলে আউট হলেন অধিনায়ক ডিন এলগার। ২ রানে প্রথম উইকেট পড়ল তাদের।
১৪ রান করে আউট হয়ে গেলেন বুমরা। ৩২৭ রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস।
ভারতের নবম উইকেটের পতন। আউট হয়ে গেলেন মহম্মদ শামি। ভারতের রান ৩০৮।
আউট হয়ে গেলেন শার্দুল ঠাকুরও। রাবাডার বলে আউট হলেন তিনি। ৩০৪ রানে ভারতের অষ্টম উইকেট পড়ল।