India vs South Africa 2021-22

India Vs South Africa 2021-22: তৃতীয় দিনের শেষে ভারত এগিয়ে ১৪৬ রানে

বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে দ্বিতীয় দিনের খেলা। তাই তৃতীয় দিন ৯৮ ওভার খেলা হওয়ার কথা। তৃতীয় দিনে বৃষ্টির আশঙ্কা নেই সেঞ্চুরিয়নে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৩:৩২
Share:

৫ উইকেট নিলেন শামি ছবি: টুইটার।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ২১:৩১ key status

ভারত এগিয়ে ১৪৬ রানে

তৃতীয় দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ১৬। ১৪৬ রানে এগিয়ে রয়েছেন বিরাট কোহলীরা। 

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ২০:৫৪ key status

১৯৭ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

১৯৭ রানে শেষ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ১৩০ রানের লিড নিল ভারত। শেষ উইকেট নিলেন বুমরা। 

Advertisement
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ২০:৫০ key status

৫ উইকেট নিলেন শামি

টেস্টে নতুন মাইলস্টোন শামির। ৫ উইকেট নিলেন তিনি। সেই সঙ্গে রাবাডাকে আউট করে টেস্টে ২০০ উইকেট হল তাঁর।

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ২০:৩২ key status

অষ্টম উইকেটের পতন

দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেট পড়ল। জানসেনকে আউট করলেন শার্দুল। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৯:৪৫ key status

অর্ধশতরান করে আউট বাভুমা

৫২ রান করে মহম্মদ শামির বলে আউট হলেন বাভুমা। প্রথম ইনিংসে ৪ উইকেট নিলেন শামি। 

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৯:২৭ key status

উইকেট নিলেন শামি

মুল্ডারকে আউট করলেন শামি। ১৩৩ রানে ৬ উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার। 

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৯:২২ key status

ভাল খেলছেন বাভুমা

চা বিরতির পরে ভাল খেলছেন বাভুমা। ৪২ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ১২৯। বাভুমা ৪৫ ও মুল্ডার ৯ রান করে খেলছেন।

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৮:৪৫ key status

চা বিরতিতে দক্ষিণ আফ্রিকা ১০৯/৫

তৃতীয় দিন চা বিরতিতে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ১০৯। বাভুমা ৩১ ও মুল্ডার ৪ রান করে খেলছেন। 

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৮:২৬ key status

আউট ডিকক

শার্দুল ঠাকুরের বলে ৩৪ রানের মাথায় আউট হলেন কুইন্টন ডিকক। 

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৮:২৪ key status

১০০ পার দক্ষিণ আফ্রিকার

১০০ রান পার হল দক্ষিণ আফ্রিকার। ৩৪ ওভারে দলের রান ৪ উইকেটে ১০৪। ডিকক ৩৪ ও বাভুমা ৩১ রান করে ব্যাট করছেন। 

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৭:৫৬ key status

জুটি বাঁধছেন বাভুমা-ডিকক

জুটি বাঁধছেন টেস্বা বাভুমা ও কুইন্টন ডিকক। ২৮ ওভারে দলের রান ৪ উইকেটে ৯০। বাভুমা ২৫ ও ডিকক ২৬ রান করে খেলছেন। 

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৬:৪৭ key status

উইকেট নিলেন সিরাজ

রাসি ভ্যান ডার ডুসেনকে আউট করলেন মহম্মদ সিরাজ। ৩২ রানে চতুর্থ উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার। 

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৬:৩৯ key status

শামির বলে আউট মার্করাম

মার্করামকে বোল্ড করলেন শামি। ৩০ রানে ৩ উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার। 

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৬:১৯ key status

পিটারসনকে ফেরালেন শামি

মধ্যাহ্নভোজের বিরতির পরে পিটারসনকে আউট করলেন মহম্মদ শামি। দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ২৬। 

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৫:৩৬ key status

মধ্যাহ্নভোজের বিরতিতে দক্ষিণ আফ্রিকা ২১/১

ক্রিজে রয়েছেন মার্করাম ও পিটারসন। মধ্যাহ্নভোজের বিরতিতে দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ২১। 

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৫:০৯ key status

খারাপ শুরু দক্ষিণ আফ্রিকার

শুরুটা ভাল হল না দক্ষিণ আফ্রিকার। প্রথম ওভারেই বুমরার বলে আউট হলেন অধিনায়ক ডিন এলগার। ২ রানে প্রথম উইকেট পড়ল তাদের। 

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৪:৫৩ key status

৩২৭ রানে অলআউট ভারত

১৪ রান করে আউট হয়ে গেলেন বুমরা। ৩২৭ রানে শেষ হয়ে গেল ভারতের প্রথম ইনিংস। 

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৪:৩৪ key status

৬ উইকেট নিলেন এনগিডি

ভারতের নবম উইকেটের পতন। আউট হয়ে গেলেন মহম্মদ শামি। ভারতের রান ৩০৮। 

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৪:২৮ key status

সাজঘরে ফিরলেন শার্দুলও

আউট হয়ে গেলেন শার্দুল ঠাকুরও। রাবাডার বলে আউট হলেন তিনি। ৩০৪ রানে ভারতের অষ্টম উইকেট পড়ল। 

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৪:১৯ key status

৫ উইকেট নিলেন এনগিডি

তৃতীয় দিনের শুরুতে পর পর চার উইকেট হারাল ভারত। এনগিডির বলে আউট হলেন ঋষভ পন্থও। তিনি ৫ উইকেট নিলেন। ভারতের রান ৭ উইকেটে ২৯৬। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement