Rahul Dravid

Asia Cup 2022: বাবরদের বিরুদ্ধে নামার আগেই বিরাট প্রাপ্তি রোহিতদের

দ্রাবিড় রবিবার ভারতের ম্যাচের আগেই দুবাই যেতে পারেন বলে একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২২ ০০:০১
Share:

রোহিত শর্মা। ফাইল চিত্র।

সুস্থ রাহুল দ্রাবিড়। ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে দলে যোগ দিতে পারেন তিনি। করোনা আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে দুবাই যেতে পারেননি।

Advertisement

দ্রাবিড় রবিবার ভারতের ম্যাচের আগেই দুবাই যেতে পারেন বলে একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে। বোর্ডের তরফে তাদের জানানো হয়েছে যে, রবিবার দ্রাবিড় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। তিনি যেতে না পারায় ভারতীয় দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল ভিভিএস লক্ষ্মণকে। তিনি ছিলেন দলের অন্তর্বর্তীকালীন কোচ। দ্রাবিড় দলে যোগ দিলে তিনি চলে আসবেন কি না তা যদিও জানা যায়নি।

Advertisement

রবিবার এশিয়া কাপে মুখোমুখি ভারত এবং পাকিস্তান।

দ্রাবিড়ের মৃদু উপসর্গ ছিল। শনিবার ফের করোনা পরীক্ষা করা হয় তাঁর। সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এর পরেই দ্রাবিড়ের দুবাই যাওয়ার সম্ভাবনা স্পষ্ট হয়। রবিবারের ম্যাচের আগেই তিনি দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement