চিন্তায় রোহিত শর্মা। —ফাইল চিত্র
রবীন্দ্র জাডেজার পর এ বার ছিটকে গেলেন আবেশ খান। এশিয়া কাপে ভারতীয় দলে তাঁর জায়গায় নেওয়া হল দীপক চাহারকে। হংকংয়ের বিরুদ্ধে চার ওভারে ৫৩ রান দিয়েছিলেন আবেশ। এর পরে তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে কোচ রাহুল দ্রাবিড় জানান আবেশের জ্বর হয়েছে। এ বার এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন ভারতীয় পেসার।
আবেশের দলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন উঠছিল। কী ধরনের চোটের জন্য তিনি দল থেকে ছিটকে গেলেন তা এখনও স্পষ্ট নয়। আইপিএলে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন চাহার। জিম্বাবোয়ের বিরুদ্ধে দলে ফিরে তিনি বুঝিয়ে দিয়েছিলেন ছন্দে রয়েছেন। এ বার এশিয়া কাপের দলে নেওয়া হল তাঁকে। আফগানিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ পেতে পারেন তিনি।
এশিয়া কাপে সুযোগ পেয়ে নজর কাড়তে পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও সুযোগ পেয়ে যেতে পারেন চাহার। অলরাউন্ডার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে প্রচণ্ড কার্যকর তিনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে সেটা প্রমাণ করেছেন চাহার।
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বে আবেশকে দিয়ে মাত্র দু’ওভার বল করানো হয়েছিল। হংকংয়ের বিরুদ্ধে চার ওভারে ৫৩ রান দিয়েছিলেন। সে ভাবে নজর কাড়তে পারেননি এশিয়া কাপে। এ বার ছিটকে যাওয়ায় ফের কবে দলে সুযোগ পাবেন তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে।