Ashes 2023

অ্যাশেজের পঞ্চম টেস্টই কি ওয়ার্নারের শেষ ম্যাচ, আশঙ্কা ম্যাকগ্রার

বেশ কিছু দিন ধরে ফর্মে নেই ওয়ার্নার। বাঁহাতি ব্যাটার প্রতি ম্যাচেই আউট হচ্ছেন খারাপ শট খেলে। অস্ট্রেলিয়ার প্রথম একাদশে তাঁর থাকা নিয়ে উঠছে প্রশ্ন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৩ ১৮:৩৭
Share:

ডেভিড ওয়ার্নার। —ফাইল চিত্র।

অ্যাশেজ সিরিজ়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টই হয়তো ডেভিড ওয়ার্নারের জীবনের শেষ লাল বলের ম্যাচ। এমনই আশঙ্কা করছেন প্রাক্তন জোরে বোলার গ্লেন ম্যাকগ্রা। বেশ কিছু দিন ধরেই চেনা ফর্মে নেই ওয়ার্নার। বাঁহাতি ওপেনারের দলে থাকা নিয়ে উঠছে প্রশ্ন।

Advertisement

ওয়ার্নারের উপর আস্থা হারিয়েছেন ম্যাকগ্রা। তিনি বলেছেন, ‘ওয়ার্নারকে দেখে মনে হচ্ছে ওর উপর প্রচুর চাপ রয়েছে। ওভালে ভালই খেলছিল। ব্যাটে-বলে ঠিকঠাক হচ্ছিলও। কিন্তু আবার তাড়াতাড়ি আউট হয়ে গেল। দুর্ভাগ্যজনক হলেও আমার মনে হচ্ছে, ওর ক্রিকেটজীবন শেষের পথে।’’

ওয়ার্নার অবশ্য আগামী বছর পর্যন্ত টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। তা নিয়ে প্রাক্তন জোরে বোলার বলেছেন, ‘‘ওর বড় রান করার দক্ষতা রয়েছে। জানি আগামী গ্রীষ্ম পর্যন্ত খেলতে চায় ওয়ার্নার। ওর উপর যথেষ্ট চাপ রয়েছে। চার দিকে সমালোচকেরা রয়েছে। ওভালে দ্বিতীয় ইনিংসে ভাল রান করতে না পারলে চাপ আরও বাড়বে। মনে হয় না খুব বেশি সুযোগ আর ওয়ার্নার পাবে।’’

Advertisement

অ্যাশেজ সিরিজ়ে ওয়ার্নারের পারফরম্যান্স নিয়ে ম্যাকগ্রা বলেছেন, ‘‘প্রায় সব ম্যাচেই ওয়ার্নার ভাল শুরু করেও খারাপ শট খেলে আউট হয়েছে। জানি না ওর হঠাৎ কী হল। অস্ট্রেলিয়ায় বক্সিং ডে টেস্টেও (২৬ ডিসেম্বর শুরু হয় এই ম্যাচ) বড় ইনিংস খেলেছিল। ২০০ রান করেছিল। অথচ তার পর আর কোনও বড় রান নেই ওর। হতে পারে ও চাপে আছে। আবার এটাও ঠিক দলে থাকতে হলে তো রান করতে হবে।’’

অ্যাশেজ সিরিজ়ে এখনও পর্যন্ত একটা অর্ধশতরানের ইনিংস এসেছে ওয়ার্নারের ব্যাট থেকে। সর্বোচ্চ ৬৬। তাঁর গড় ২৫। ন’টি ইনিংসে করেছেন মোট ২২৫ রান। ওভালে প্রথম ইনিংসে আউট হয়েছেন ২৪ রানে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement