ICC Ranking

টি-টোয়েন্টিতে অলরাউন্ডারের তালিকায় আবার শীর্ষে হার্দিক, ৬৯ ধাপ উঠে প্রথম তিনে তিলক

আইসিসি-র ক্রমতালিকায় টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে হার্দিক পাণ্ড্য। টপকে গেলেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন এবং নেপালের দীপেন্দ্র সিংহ আইরিকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ২৩:০২
Share:

হার্দিক পাণ্ড্য। —ফাইল চিত্র।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফর্মে ছিলেন হার্দিক পাণ্ড্য। দলের জয়ের অবদান রেখেছেন। সেই অলরাউন্ডার এখন আইসিসি-র ক্রমতালিকায় টি-টোয়েন্টিতে শীর্ষে। টপকে গেলেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন এবং নেপালের দীপেন্দ্র সিংহ আইরিকে। ব্যাটারদের তালিকায় টি-টোয়েন্টিতে প্রথম দশে ঢুকে পড়েছেন ভারতের তিলক বর্মা।

Advertisement

টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় ক্রমতালিকায় শীর্ষে ছিলেন লিভিংস্টোন। তিনি দু’ধাপ নেমে গিয়েছেন। হার্দিক তিন নম্বর থেকে শীর্ষে উঠে এসেছেন। দ্বিতীয় স্থানেই রয়ে গিয়েছেন দীপেন্দ্র। চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার মার্কাস স্টোইনিস। এক ধাপ উঠে পঞ্চম স্থানে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ। টেস্টে অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে রবীন্দ্র জাডেজা। দ্বিতীয় স্থানে রবিচন্দ্রন অশ্বিন। ভারতের দুই স্পিনার অলরাউন্ডার প্রথম দু’টি স্থান ধরে রেখেছেন। তৃতীয় স্থানে উঠে এসেছেন সদ্য অবসর নেওয়া বাংলাদেশের শাকিব আল হাসান। চতুর্থ স্থানে ওয়েস্ট ইন্ডিজ়ের জেসন হোল্ডার এবং পঞ্চম স্থানে ইংল্যান্ডের জো রুট। তিনি ব্যাটারদের মধ্যে টেস্টের ক্রমতালিকায় শীর্ষে।

টি-টোয়েন্টিতে ব্যাটারদের মধ্যে ক্রমতালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড। দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের ওপেনার ফিল সল্ট। এই তালিকায় চমক তিলক। ৬৯ ধাপ উঠে তিনি এখন ব্যাটারদের মধ্যে ক্রমতালিকায় তৃতীয় স্থানে। এক ধাপ নেমে চতুর্থ স্থানে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। পাকিস্তানের বাবর আজ়ম রয়েছেন পঞ্চম স্থানে। তিনি এক দিনের ক্রিকেটে ব্যাটারদের মধ্যে শীর্ষ স্থান ধরে রেখেছেন। সেই তালিকায় দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে ভারতের তিন ক্রিকেটার। দ্বিতীয় স্থানে রোহিত শর্মা, তৃতীয় শুভমন গিল এবং চতুর্থ বিরাট কোহলি। পঞ্চম স্থানে আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর।

Advertisement

বোলারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষে ইংল্যান্ডের আদিল রাশিদ। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ। পাঁচ ধাপ উঠে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া অ্যাডাম জাম্পা। চতুর্থ স্থানে ওয়েস্ট ইন্ডিজ়ের আকিল হোসেন। পঞ্চম স্থানে শ্রীলঙ্কার মাহিস থিকসানা। তাঁরা দু’জনেই এক ধাপ করে নেমেছেন।

এক দিনের ক্রিকেটে বোলারদের তালিকায় প্রথম পাঁচে কোনও বদল নেই। শীর্ষ স্থান ধরে রেখেছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। দ্বিতীয় আফগানিস্তানের রাশিদ খান, তৃতীয় দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ, চতুর্থ ভারতের কুলদীপ যাদব এবং পঞ্চম স্থানে নামিবিয়ার বার্নার্ড স্কোলৎজ়। টেস্টে বোলারদের মধ্যে শীর্ষে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার জস হেজ়লউড, তৃতীয় স্থানে ভারতের যশপ্রীত বুমরা, চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং পঞ্চম স্থানে ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement