নাইট শিবিরে খবর, দু-একদিনের মধ্যেই মুম্বইয়ে পৌঁছে যাবেন অ্যারন ফিঞ্চ। চলতি সপ্তাহেই চলে আসছেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা। প্রথম বার কেকেআর শিবিরে যোগ দিয়ে বাবা ইন্দ্রজিৎ বলেন, ‘‘খুবই রোমাঞ্চিত। বলে বোঝাতে পারব না কত বড় স্বপ্ন পূরণ করতে চলেছি।
আবেদন: ইডেনের সেই গর্জনটা চান কোচ ম্যাকালাম। ছবি কেকেআর।
ইডেনে এ বার খেলতে পারছে না কলকাতা নাইট রাইডার্স। তাই আফসোস অজিঙ্ক রাহানের। এত দিন কেকেআরের বিপক্ষে ইডেনে খেলেছেন। অনুভব করেছেন, দর্শকদের মধ্যে কী উন্মাদনা রয়েছে আন্দ্রে রাসেলদের ঘিরে। সেই দলেরই সদস্য এ বার রাহানে। কিন্তু মুম্বইতে খেলা হওয়ায় তিনি মনে করছেন, সমর্থকদের অভাব উপলব্ধি করবে নাইট পরিবার।
২৬ মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম ম্যাচেই কেকেআরের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সোমবার দুপুর থেকেই। টিম হোটেলে আসতে শুরু করেছেন ক্রিকেটারেরা। রাহানেও তিন দিন আগেই চলে এসেছেন শিবিরে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, নাইট শিবিরে প্রবেশ করার অনুভূতি কী রকম? রাহানে শুরুতেই বলে দিলেন, ‘‘ইডেনে এ বার খেলতে পারব না। সেটাই সবচেয়ে খারাপ লাগছে।’’ যোগ করেন, ‘‘তবে আমি চাইব মুম্বইয়ে এসে যেন আমাদের আপনারা সমর্থন করেন। আমি নিশ্চিত আপনারা আমাদের জন্য মাঠে আসবেন। তৈরি রয়েছি পরীক্ষা দিতে। কেকেআরও তৈরি।’’
কেকেআরের হেড কোচ ব্রেন্ডন ম্যাকালাম রবিবারই টিম হোটেলে পৌঁছে গিয়েছেন। স্বাগত জানানোর পরেই ম্যাকালামের কাছে জানতে চাওয়া হয়, সমর্থকদের উদ্দেশ্যে তিনি কী বলবেন? ম্যাকালামের জবাব, ‘‘সমর্থকদের বলতে চাইব, আমাদের পাশে থাকুন। আমাদের যাত্রায় আপনারাও সঙ্গে থাকুন। আমি নিশ্চিত, আপনাদের আগের মতোই আনন্দ দিতে পারব। প্রত্যেকে এ বারের আইপিএল নিয়ে উত্তেজিত।’’
ম্যাকালাম ক্রিকেটার হিসেবেও এই ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে খেলেছেন। নেতৃত্ব দিয়েছেন। তাই জানেন, সমর্থকেরা কী আশা করছেন দলের কাছে। তিনিও বলে দিলেন, ‘‘আপনারা যা চাইছেন, সেই লক্ষ্য নিয়েই মাঠে নামব। আশা করি, আগের মতোই আপনাদের আশা পূরণ করতে পারব দল হিসেবে।’’
নাইট শিবিরে খবর, দু-একদিনের মধ্যেই মুম্বইয়ে পৌঁছে যাবেন অ্যারন ফিঞ্চ। চলতি সপ্তাহেই চলে আসছেন আন্দ্রে রাসেল, সুনীল নারাইনরা। প্রথম বার কেকেআর শিবিরে যোগ দিয়ে বাবা ইন্দ্রজিৎ বলেন, ‘‘খুবই রোমাঞ্চিত। বলে বোঝাতে পারব না কত বড় স্বপ্ন পূরণ করতে চলেছি। কেকেআরে খেলার জন্য মরিয়া। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’ বরুণ বলছিলেন, ‘‘প্রত্যেকে আত্মবিশ্বাসী। আমাদের দলের ভারসাম্যও খুব ভাল। ইতিবাচক থাকার চেষ্টা করব প্রত্যেক মুহূর্তে।’’