বেন স্টোকস। ছবি: রয়টার্স।
শনিবার সকালে ভারতকে দ্রুত অলআউট করে দেয় ইংল্যান্ড। ‘বাজ়বল’ (ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম আক্রমণাত্মক ক্রিকেট খেলাচ্ছেন দলকে। যে হেতু তাঁর ডাকনাম ‘বাজ়’, ইংল্যান্ডের ক্রিকেটকে বাজ়বল বলা হচ্ছে।) খেলতে শুরু করেছে তারা। ব্যাট করতে নেমে জ্যাক ক্রলি, বেন ডাকেটেরা দ্রুত রান তুলতে শুরু করেন। ভারতের বিরুদ্ধে প্রথম সেশন শেষে ১০১ রানে পিছিয়ে ইংল্যান্ড।
ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে স্পিনের বিরুদ্ধে সফল হননি অলি পোপেরা। দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই ভারতীয় বোলারদের আক্রমণ করতে শুরু করেছেন তাঁরা। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজারা দ্রুত উইকেট তুলতে না পারলে ইংল্যান্ডের ব্যাটারেরা চিন্তার কারণ হয়ে উঠতে পারেন। সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শনিবার প্রথম সেশনে দাপট দেখিয়েছে ইংল্যান্ডই।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ক্রলি ৩৩ বলে ৩১ রান করেন। চারটি চার এবং একটি ছক্কা মারেন ইংল্যান্ডের টেস্ট ওপেনার। দ্রুত রান তুলছেন বেন ডাকেট এবং অলি পোপও।
প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তুলেছিল ২৪৬ রান। সেই রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতের তিন জন ব্যাটার ৮০ রানের ঘরে আউট হলেন। ওপেনার যশস্বী জয়সওয়াল ৮০ রান করেন। লোকেশ রাহুল করেন ৮৬ রান। তাঁরা দু'জনেই শুক্রবার আউট হয়েছিলেন। শনিবার সকালে ৮৭ রানে আউট হয়ে যান রবীন্দ্র জাডেজা। তাঁর ব্যাটেই শতরানের অপেক্ষা করছিল ভারত। কিন্তু রুট তা হতে দিলেন না এলবিডব্লিউ করে দিলেন জাডেজাকে।
রুট পর পর দু'বলে জাডেজা এবং যশপ্রীত বুমরাকে আউট করে দেন। তাতেই ভারতের ইনিংসের আয়ু কমে যায়। রেহান আহমেদ তুলে নেন অক্ষর পটেলের উইকেট। ৪৪ রান করে আউট হয়ে যান ভারতীয় স্পিনার। সেই সঙ্গে ভারতের ইনিংসও শেষ হয়ে যায় ৪৩৬ রানে।
ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন রুটই। দু'টি করে উইকেট নিয়েছেন টম হার্টলি এবং রেহান আহমেদ। একটি উইকেট নেন জ্যাক লিচ। রান আউট হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। রুট ২৯ ওভারে ৭৯ রানে ৪ উইকেট তুলে নেন।