ইংল্যান্ডকে হারিয়ে উল্লাস আফগান ক্রিকেটারদের। ছবি: রয়টার্স
চলতি বিশ্বকাপে প্রথম অঘটন ঘটিয়ে দিয়েছে আফগানিস্তান। হারিয়েছে গত বারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। বড় দলকে হারিয়ে খিদে বেড়ে গিয়েছে আফগানিস্তানের অধিনায়ক হাসমাতুল্লা শাহিদির। আরও কয়েকটি অঘটন ঘটাতে চান তাঁরা। শাহিদি জানিয়েছেন, এটা হয়তো প্রথম অঘটন। কিন্তু শেষ নয়।
ম্যাচ শেষে আফগান অধিনায়ক বলেন, ‘‘বিরতিতে আমি দলের ছেলেদের বলেছিলাম, ‘২৮৪ রান যথেষ্ট। আমাদের ভাল বল করতে হবে। নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে।’ দলের ছেলেরা সেটা করে দেখিয়েছে। গত কয়েকটা ম্যাচে আমরা শেষটা ভাল করতে পারিনি। কিন্তু এই ম্যাচে করেছি। সবে তো শুরু। এটা প্রথম অঘটন হতে পারে, তবে শেষ নয়। আরও কয়েকটা ম্যাচে আমরা অঘটন ঘটাতে চাই।’’
জয়ের ভিত গড়ে দেওয়ার জন্য দলের ওপেনার রহমানুল্লা গুরবাজের প্রশংসা করেছেন শাহিদি। ওপেন করতে নেমে ৮০ রানের ইনিংস খেলেন গুরবাজ। ওপেনিং জুটিতে ১০০-র বেশি রান হয়। সেখানেই ইংল্যান্ড খানিকটা পিছিয়ে যায়। শাহিদি বলেন, ‘‘দলের ছেলেরা যে ভরডরহীন ক্রিকেট খেলেছে তাতে আমি খুব খুশি। গুরবাজকে বিশেষ ধন্যবাদ। শুরুটা ওই করেছিল। ইকরামও ভাল খেলেছে। গত ২ বছর ধরে ও দলের সঙ্গে রয়েছে। আজ সুয়োগ পেয়ে সেটা কাজে লাগিয়েছে।’’
দলের দুই স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খানেরও প্রশংসা শোনা গিয়েছে শাহিদির গলায়। তিনি বলেন, ‘‘মুজিব ও রশিদ ব্যাট-বলে দলের জয়ে বড় ভূমিকা নিয়েছে। ওরা আমাদের প্রধান দুই অস্ত্র। দিল্লির উইকেটে বল পিচে পড়ে একটু থমকাচ্ছিল। আবার কখনও পিছলে যাচ্ছিল। সেটা মাথায় রেখে ওরা উইকেট লক্ষ্য করে বল করেছে। ফলে সফল হয়েছে।’’
আফগানিস্তানের পরের ম্যাচ বুধবার। চেন্নাইয়ের মাটিতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা। চেন্নাইয়ের উইকেটেও স্পিনারেরা সাহায্য পান। নিউ জ়িল্যান্ড তাদের প্রথম তিন ম্যাচ জিতেছে। গত বারের বিশ্বচ্যাম্পিয়নদের পরে এ বার গত বারের রানার্স দলকেও হারাতে চাইছেন শাহিদিরা।