IPL 2025

চ‍্যাম্পিয়ন করেও বিতাড়িত শাহরুখের কেকেআর থেকে, সেই শ্রেয়সকেই অধিনায়ক করল প্রীতির পঞ্জাব

গত বছর কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলে জিতিয়েছিলেন শ্রেয়স। এ বারের আইপিএলের নিলামে তাঁকে কিনে নেয় পঞ্জাব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২২:৪৫
Share:

শ্রেয়স আয়ার। —ফাইল চিত্র।

শ্রেয়স আয়ারকে অধিনায়ক করল পঞ্জাব কিংস। বিগ বসের মঞ্চে তাঁর নাম ঘোষণা করা হল। সেই অনুষ্ঠানের সঞ্চালক সলমন খান। পঞ্জাব কিংসের অন্যতম মালিক প্রীতি জ়িন্টা। তাঁর দলের অধিনায়কের নাম ঘোষণা হল সলমনের অনুষ্ঠানে। গত বছর শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে আইপিএলে জিতিয়েছিলেন শ্রেয়স। এ বারের আইপিএলের নিলামে তাঁকে কিনে নেয় প্রীতির পঞ্জাব।

Advertisement

অধিনায়ক হয়ে শ্রেয়স বলেন, “দল আমার উপর ভরসা রেখেছে বলে আমি গর্বিত। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। শক্তিশালী দল আমাদের। তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেল রয়েছে। আমার উপর যে ভরসা দেখানো হয়েছে, সেটার দাম দিতে চাই। দলকে প্রথম আইপিএল ট্রফি এনে দিতে চাই।” রবিবারের অনুষ্ঠানে শ্রেয়সের সঙ্গে ছিলেন যুজবেন্দ্র চহাল এবং শশাঙ্ক সিংহ। তাঁরাও পঞ্জাব কিংসের ক্রিকেটার।

শ্রেয়স অধিনায়ক হওয়ার পর কোচ পন্টিং বলেন, “শ্রেয়সের খেলা সম্পর্কে জ্ঞান জতেহস্ত ভাল। অধিনায়ক হিসাবে ও নিজের ক্ষমতার প্রমাণ দিয়েছে। আগেও আইপিএলে আমি শ্রেয়সের সঙ্গে কাজ করেছিলাম। উপভোগ করেছিলাম সেই সময়টা। আশা করছি এ বারেও ভাল কাজ হবে। এ বারের আইপিএল নিয়ে খুবই আশাবাদী। শ্রেয়সের নেতৃত্ব এবং দলে যে ধরনের প্রতিভা রয়েছে, তাতে ভাল কিছুই হবে।”

Advertisement

গত বছর আইপিএল জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। সেই দলের অধিনায়ক ছিলেন শ্রেয়স। ২০২২ সালে তাঁকে অধিনায়ক করেছিল কেকেআর। নিলামের আগে যদিও শ্রেয়সকে ছেড়ে দেয় তারা। নিলামে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে শ্রেয়সকে কিনে নেয় পঞ্জাব। সর্বাধিক টাকা পাওয়ার তালিকায় তিনি দ্বিতীয় স্থানে ছিলেন। ঋষভ পন্থকে ২৭ কোটি টাকা দিয়ে কিনেছিল লখনউ সুপার জায়ান্টস। নিলামে তিনিই সর্বাধিক টাকা পেয়েছিলেন।

২০১৫ সালে আইপিএলে অভিষেক হয় শ্রেয়সের। দিল্লি ক্যাপিটালসের হয়ে অভিষেক হয়েছিল তাঁর। ২০২১ সাল পর্যন্ত সেই দলেই ছিলেন শ্রেয়স। নেতৃত্বও দিয়েছিলেন দিল্লিকে। ২০২২ সালে কলকাতায় যোগ দেন। সেখানেও তাঁকে অধিনায়ক করা হয়। এ বার তিনি পঞ্জাবে যোগ দিয়েছিলেন। সেখানেও তাঁর হাতে নেতৃত্বের ভার তুলে দেওয়া হল। আইপিএলে ১১৬ ম্যাচে ৩১২৭ রান করেছেন শ্রেয়স। তাঁর গড় ৩২.২৩।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement